বিজেপির গোষ্ঠীকোন্দলে অশান্ত বর্ধমান, চলল এলোপাথারি গুলি
কার্যালয়ের ভিতরেই পরপর চার রাউন্ডগুলি চালানোরও অভিযোগ ওঠে খোকনের বিরুদ্ধে।
![বিজেপির গোষ্ঠীকোন্দলে অশান্ত বর্ধমান, চলল এলোপাথারি গুলি বিজেপির গোষ্ঠীকোন্দলে অশান্ত বর্ধমান, চলল এলোপাথারি গুলি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/18/197427-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের বিজেপির গোষ্ঠী কোন্দলে অশান্ত বর্ধমান। সদ্য দলে যোগ দিয়েছে খোকন সেনের নামে অভিযোগ আনল বিজেপির জেলা যুবমোর্চার সভাপতি শ্যামল রায়। অভিযোগ সোমবার বর্ধামানের দলীয় কার্যালয়ে তাঁকে আক্রমণ করে খোকন সেন। কার্যালয়ের ভিতরেই পরপর চার রাউন্ডগুলি চালানোরও অভিযোগ ওঠে খোকনের বিরুদ্ধে।
আরও পড়ুন: বিজেপিতে যোগদান সুনীল সিংয়ের, পা বাড়িয়ে আরও এক তৃণমূল বিধায়ক
এলোপাথারি গুলি চালানোর পরে দলবল নিয়ে বাড়িতে শ্যামল রায়ের বাড়িতে ভাঙচুর করে বলেও অভিযোগ। অন্যদিকে খোকন সেন পাল্টা অভিযোগ আনে শ্যামল রায়ের বিরুদ্ধেও। তিনি জানান শ্যামলবাবু দলবল নিয়ে বেধরক মারধর করে খোকনকে। শ্যুটআউটেরও অভিযোগ আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিজেপির জেলা কার্যালয় ঘোড়দৌড়চটি ও নীলপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।