বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ
লাউদোহার পাটশেওড়া গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায় এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও ঘরে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের লাউদোহা এলাকায়। ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিস।
আরও পড়ুন: “গুজব রটানো হচ্ছে, বিকাশরঞ্জনবাবু মুকুল রায়ের হয়ে কোনও মামলা লড়ছেন না”
লাউদোহার পাটশেওড়া গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায় এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। অভিযোগ, মঙ্গলবার রাতে ১০-১২ জন তৃণমূল কর্মী তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। ঘরে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। অন্যদিক প্রায় একই সময়ে হামলা হয় লক্ষ্মী বাউড়ি নামে আরও এক বিজেপি সমর্থকের বাড়িতে। একইভাবে দশ-বারো জন তৃণমূল আশ্রীত দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর করে, মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
আরও পড়ুন: বিধায়ক খুনে মুকুলের আগাম জামিনের মামলা লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?
এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল নেতা খোকন গড়াইয়ের হাত রয়েছে বলে অভিযোগবিজেপি। বিজেপি করার অপরাধে খোকনের নেতৃত্বেই হামলা চলে বলে অভিযোগ লক্ষ্মণ ও নিত্যানন্দের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। তদন্তে নেমেছে ফরিদপুর থানার পুলিস।