বিজেপির পরিকল্পনা মাফিক হামলায় বাংলার শান্তি নষ্ট হচ্ছে: সুব্রত মুখোপাধ্যায়

এ দিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'আমাদের কর্মীদের অনুরোধ করছি ওদের থেকে দূরে থাকার'। 

Updated By: Dec 10, 2020, 02:51 PM IST
বিজেপির পরিকল্পনা মাফিক হামলায় বাংলার শান্তি নষ্ট হচ্ছে: সুব্রত মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: 'পরিকল্পিত হামলা। উত্তেজনা তৈরি করতেই প্ররোচনা'। বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার ওপর হামলা প্রসঙ্গে এমনই তোপ দাগলেন সুব্রত। এ বিষয়ে পঞ্চায়েতমন্ত্রীর মন্তব্য, দলের নামে কুত্সা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। এ দিন তিনি বলেন, 'আমাদের কর্মীদের অনুরোধ করছি ওদের থেকে দূরে থাকার'।

গতকাল দু-দিনের রাজ্যসফরে এসেছেন জেপি নাড্ডা। আজ ডায়ামন্ড হারবারে যাত্রা পথে তাঁর গাড়িতে হামলা হয়। আহত হন কৈলাস বিজয়বর্গীয়ও। দিলীপের গাড়িতেও পাথর, ইট বৃষ্টির ছবি প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে নাড্ডার সফর ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ডায়ামন্ড হারবার। আর এর সমস্ত অভিযোগের তীরই গিয়েছে তৃণমূলের ওপর। 

আরও পড়ুন: শিরাকোলে ধুন্ধুমার, আটকে পড়ল Nadda-র কনভয়, বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুরের অভিযোগ

তবে এ বিষয়ে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে দলের তরফে মন্তব্য করেছেন সুব্রত মুখোপাধ্যায়। জানিয়েছেন, ইচ্ছে করে প্ররোচিত করে রাজ্যের মানুষকে খেপিয়ে তোলা হয়েছে। পাশাপাশি দলীয় কর্মীদের বিরুদ্ধে হামলার যে অভিযোগ উঠেছিল সে বিষয়টি নিয়ে নাড্ডা জানিয়েছেন, 'তদন্ত করে দেখা হচ্ছে আমাদের কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কিনা। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।

নাড্ডা-র কনভয়ে হামলা প্রসঙ্গে তৃণমূল ভবন থেকে কী বললেন সুব্রত মুখোপাধ্যায়, রইল

* নাড্ডা এবং তাঁর দলের লোকেরা ভিডিও করে প্ররোচিত করছিল। পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে।
* যাতায়াতের পথে প্ররোচনা করা হচ্ছে। পাবলিসিটি নেওয়ার জন্য করার হচ্ছে।
* রাজনীতির নাম করে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গকে নষ্ট করছে। এই পরিকল্পনা সফল হবে না।
* তবে কেউ যদি অপরাধ করে, সে যদি আমাদের দলেরও হয় সে ক্ষেত্রে খতিয়ে দেখে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। 
* কাল থেকে রাজ্যে এসে পরিকল্পনা মাফিক গন্ডগোল সৃষ্টির চেষ্টা হচ্ছে। 
* আমাদের কর্মীদের অনুরোধ করছি ওদের থেকে দূরে থাকার।
* তদন্ত করে দেখা হচ্ছে আমাদের কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কিনা। 
* আজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। আজ দলের নেতাদের রিপোর্টকার্ড দেওয়ার দিন। সেটা নষ্ট করতেই এত পরিকল্পনা।

.