Birbhum Blast: পাড়ুইয়ের তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, গুরুতর আহত ২
তৃণমূল নেতার বাড়িতে মজুত বোমা? পঞ্চায়েত ভোটের আগে ফের বিস্ফোরণ ঘটল বীরভূমে। এলাকায় আতঙ্ক চরমে।
![Birbhum Blast: পাড়ুইয়ের তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, গুরুতর আহত ২ Birbhum Blast: পাড়ুইয়ের তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, গুরুতর আহত ২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/03/409083-blast.png)
প্রসেনজিৎ মালাকার: তৃণমূল নেতার বাড়িতে মজুত বোমা? পঞ্চায়েত ভোটের আগে ফের বিস্ফোরণ ঘটল বীরভূমে। গুরুতর আহত ২। মাড়গ্রামের পর এবার পাড়ুই। এলাকায় আতঙ্ক চরমে।
জানা গিয়েছে, পাড়ুইয়ের ভেড়ামারি গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লা। তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি তিনি। এদিন সন্ধ্যায় আচমকাই হাফিজুলে বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, বাড়ির পাকা শৌচালয়, এমনকী পাশে একটি পাড়়া বাড়িও ভেঙে যায়! অভিযোগ, তৃণমূল বুথ সভাপতির বাড়িতেই নাকি বোমা মজুত করে রাখা ছিল! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গ্রামে তল্লাশি চলছে।
আরও পড়ুন: Anubrata Mandal: দিল্লি যাত্রা কি সময়ের অপেক্ষা? হাইকোর্টে পিছিয়ে গেল কেষ্ট মামলার শুনানি
এদিকে কয়েকদিন আগেই বিস্ফোরণ ঘটেছিল বীরভূমেরই মাড়গ্রাম। সেবার গুরুতর জখম হন খোদ ড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু ও তাঁর সঙ্গী নিউটন। পরে হাসপাতালে মৃত্য়ু হয় নিউটনের।