রেললাইনের পাশেই বোমার পাহাড়! রিপোর্ট তলব
সোমবার সকালে দমদম ক্যান্টনমেন্টে লালপুল রেললাইনের ধারে কাগজ কুড়োতে গিয়ে এক ব্যক্তি কৌতুহলবশত একটি কৌটো হাতে তুলে নেন। কিছু বুঝে ওঠার আগেই কৌটো বোমাটি ফেটে যায়। বিস্ফোরণে কার্যত হাত উড়ে যায় ওই ব্যক্তির।
নিজস্ব প্রতিবেদন: দমদম ক্যান্টনমেন্টে রেললাইনের ধার থেকে একের পর এক উদ্ধার হচ্ছে তাজা বোমা। এখনও পর্যন্ত ২৯ টি তাজা বোমা উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। এখনও তল্লাশি চলছে। ঘটনায় বারাকপুর কমিশনারেট রিপোর্ট তলব করেছে।
আরও পড়ুন: দমদম ক্যান্টনমেন্টে রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ, জখম ১
সোমবার সকালে দমদম ক্যান্টনমেন্টে লালপুল রেললাইনের ধারে কাগজ কুড়োতে গিয়ে এক ব্যক্তি কৌতুহলবশত একটি কৌটো হাতে তুলে নেন। কিছু বুঝে ওঠার আগেই কৌটো বোমাটি ফেটে যায়। বিস্ফোরণে কার্যত হাত উড়ে যায় ওই ব্যক্তির। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন ওই ব্যক্তি।
আরও পড়ুন: বিজেপি-র আর্জি খারিজ, পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট
ঘটনার পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। রেললাইনের ধারের ঝোপ থেকে এখনও পর্যন্ত ২৯টি তাজা বোমা উদ্ধার করেছেন বম্ব স্কোয়াডের সদস্যরা। তবে এই বোমাগুলি কে বা কারা এখানে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় দুষ্কৃতীরাই ওই এলাকায় বোমা মজুত করে রেখেছিল। তদন্ত শুরু করেছে পুলিস।