বীরভূমে ফের তৃণমূলের দলীয় কার্যালয়ে 'বোমাবাজি'
রবিবার মধ্যরাতে বীরভূমের ইলামবাজার থানার ছোটচক গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।
![বীরভূমে ফের তৃণমূলের দলীয় কার্যালয়ে 'বোমাবাজি' বীরভূমে ফের তৃণমূলের দলীয় কার্যালয়ে 'বোমাবাজি'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/03/195562-birbhum.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি। আবারও ঘটনাস্থল বীরভূম।
রবিবার মধ্যরাতে বীরভূমের ইলামবাজার থানার ছোটচক গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূলনেতাদের অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই এলাকায় বোমাবাজি করেছে। তৃণমূলের আরও অভিযোগ, এই কার্যালয়টি দখল করার জন্যই বিজেপি এই কাজ করেছে।
যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইলামবাজার থানার পুলিস। এলাকায় পুলিসি টহল চলছে। থমথমে পরিবেশ।