দুষ্কৃতি হানা! গড়িয়া স্টেশনের কাছে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ৩২টি বাস
গড়িয়া ষ্টেশান -বাগবাজার, গড়িয়া ষ্টেশন-হাওড়া, গড়িয়া ষ্টেশান- বিবাদীবাগ রুটের বাসই দাঁড়িয়েছিল স্ট্যান্ডে।
![দুষ্কৃতি হানা! গড়িয়া স্টেশনের কাছে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ৩২টি বাস দুষ্কৃতি হানা! গড়িয়া স্টেশনের কাছে ভেঙে গুড়িয়ে দেওয়া হল ৩২টি বাস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/16/197258-b2e1dfc9-49ee-40c4-8c49-e74e0c0f216d.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকারে দুষ্কৃতিহানা গড়িয়া ষ্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে। পাওয়া খবর অনুযায়ী মোট ৩২টি বাসে ভাঙচুর করা হয় এদিন ৷ বাস ভাঙচুর করার ঘটনায় উত্তেজনা ছড়াল গড়িয়া ষ্টেশন সংলগ্ন সি ৫ বাসস্ট্যাণ্ডে৷ এদিন ১০-১২ জনের একটি দল মুখ ঢাকা অবস্থায় এসে বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ গড়িয়া ষ্টেশান -বাগবাজার, গড়িয়া ষ্টেশন-হাওড়া, গড়িয়া ষ্টেশান- বিবাদীবাগ রুটের বাসই দাঁড়িয়েছিল স্ট্যান্ডে।
আরও পড়ুন: বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার কল্যানী
অভিযোগ, রাতে যে সমস্ত বাসকর্মী বাসের মধ্যে ছিলেন তাঁদেরকেও বেধরক মারধোর করা হয়৷ শুধু তাই নয় বাসকর্মীদের কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৄতিরা ৷ বাঁধা দিতে গেলেও আহত হন বাসকর্মীরা ৷ কেন আচমকা এই ঘটনা ঘটল তার কারণ পরিষ্কার নয় কারও কাছেই ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই ঘটনা এর আগে কোনদিন ঘটেনি ৷ এরআগে এই বাসস্ট্যাণ্ডে একাধিকবার বোমা উদ্ধার হলেও কখনও এই ধরনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বাসকর্মীরা৷ ঘটনার জেরে বন্ধ রয়েছে এই সমস্ত রুটের বাস চলাচল ৷ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷