বাস ধর্মঘটে দিনভর ভোগান্তি দিঘায়
বুধবার রাতে দিঘা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এক বাসচালককে মারধরের অভিযোগ ওঠে ।
![বাস ধর্মঘটে দিনভর ভোগান্তি দিঘায় বাস ধর্মঘটে দিনভর ভোগান্তি দিঘায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/08/153584-bus.jpg)
নিজস্ব প্রতিবেদন: বেসরকারি বাসকর্মীদের ধর্মঘটে দিঘায় ভোগান্তি পর্যটকদের। এক চালককে মারধরের প্রতিবাদে সমস্ত বেসরকারি বন্ধ রাখেন বাসকর্মীরা। পরে জেলা সভাধিপতির হস্তক্ষেপে অবরোধ ওঠে।
আরও পড়ুন: কানে আসছিল ফিসফিসানি, বেহালায় মন্দিরে পুরোহিতকে যুবতীর সঙ্গে যে অবস্থায় দেখলেন স্থানীয়রা!
বুধবার রাতে দিঘা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এক বাসচালককে মারধরের অভিযোগ ওঠে । তাঁকে দিঘা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ওড়িশা থেকে আসা কয়েকজন মদ্যপ অবস্থায় দিঘা বাসস্ট্যান্ডে তাণ্ডব চালায় । প্রতিবাদে দিঘা বাইপাসে শুরু হয় বিক্ষোভ।
আরও পড়ুন: দিওয়ালির রাতে ব্যাগ থেকে বার করলেন তুবড়ি, আচমকাই নাক দিয়ে বেরোল রক্ত, তারপর...
এর জেরে ব্যাপক অসুবিধায় পড়েন দিঘায় বেড়াতে আসা পর্যটকেরা। অবরোধ তুলতে হস্তক্ষেপ করতে হয় জেলা পরিষদ সভাধিপতিকে। দুপুরের পর অবরোধ ওঠে। সারা সকাল হয়রান হতে হয় পর্যটকদের।