চাকরি পেয়েই ব্যস্ত বউ, ঘরে ফেরাতে ধরনায় স্বামী
সামাজিকভাবে বিয়ে এখনও হয়নি। তবে আইনসম্মতভাবে তাঁরা স্বামী-স্ত্রী।
![চাকরি পেয়েই ব্যস্ত বউ, ঘরে ফেরাতে ধরনায় স্বামী চাকরি পেয়েই ব্যস্ত বউ, ঘরে ফেরাতে ধরনায় স্বামী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/31/299131-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: এ ঘটনা আগেও চোখে পড়েছে বেশ কয়েকবার। ফের একই ছবি, স্ত্রীকে ফেরত চাই- এর দাবিতে তাঁরই বাড়ির সামনে ধরনায় বসেছেন স্বামী। সামাজিকভাবে বিয়ে এখনও হয়নি। তবে আইনসম্মতভাবে তাঁরা স্বামী-স্ত্রী। বালুরঘাটের অমৃতখণ্ড পঞ্চায়েতের জিতাহারের বাসিন্দা যুবকের দাবি এমনটাই। এর পক্ষে একাধিক প্রমাণপত্র ও নথিও দেওয়ালে টাঙিয়ে রেখেছেন তিনি।
অরূপ বর্মন পেশায় রাজমিস্ত্রি। তাঁর স্ত্রী নার্সের চাকরি করেন।
আরও পড়ুন মোবাইল টাওয়ার বসানোর নামে কল সেন্টার থেকে প্রতারণা, গ্রেফতার ২
যুবকের অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে চাইছে না স্ত্রী। ধরনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বালুরঘাট থানার পুলিস। অনেক বোঝানোও হয় যুবককে। কিন্তু কে শোনে কার কথা! অবস্থানে অনড় অরূপ বর্মন। এমনকি একধাপ এগিয়ে আত্মহত্যার হুমকিও শোনা গিয়েছে তাঁর গলায়। যদিও এবিষয়ে যুবতী ও তাঁর পরিবারের কেউই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।