ডিউটিতে ঢোকা-বেরনোয় লাগাম টানতেই অগ্নিগর্ভ দুর্গাপুর ইস্পাত কারখানা
নিরাপত্তা রক্ষীদের মারের হাত থেকে পালাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন।
নিজস্ব প্রতিবেদন : কর্মীদের ঢোকা বেরনোয় রাশ। এর জেরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর ইস্পাত কারখানা। বিক্ষোভকারীদের ওপর সিআইএসএফের লাঠিচার্জে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেল।
ঘটনার সূত্রপাত গতকাল সাড়ে নটা নাগাদ। কারখানায় নাইট সিফটে শ্রমিকরা ঢুকতে গেলে গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। আগাম বিজ্ঞপ্তি ছাড়া কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন নাইট শিফটের কর্মীরা। এদিকে ডে শিফটের কর্মীরাও বেরোতে পারেননি। তাঁরাও বিক্ষোভ দেখাতে থাকেন।
আরও পড়ুন, স্করপিওতে তল্লাশি করতেই ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এল জ্যান্ত সিংহ শাবক-লেঙ্গুর
উত্তেজনার মাঝেই লাঠিচার্জ করে সিআইএসএফ। নিরাপত্তা রক্ষীদের মারের হাত থেকে পালাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। বিক্ষোভের আগুন আরও বেড়ে যায়। গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। অচল হয়ে যায় কারখানা। ঘন্টা তিনেক পরে কারখানা কর্তৃপক্ষের তরফে এক্সিকিউটিভ ডিরেক্টর পি কে প্রধান হাজির হন। গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়ে উপযুক্ত ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন। এরপরই রাত একটা নাগাদ বিক্ষোভ তুলে নেন কর্মীরা।