সালিশি সভায় সংঘর্ষকে ঘিরে উত্তেজনা মালদহে
সালিশি সভায় সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনায় আহত সাত জনকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হল। মালদহের মির্জাচক এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
![সালিশি সভায় সংঘর্ষকে ঘিরে উত্তেজনা মালদহে সালিশি সভায় সংঘর্ষকে ঘিরে উত্তেজনা মালদহে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/27/86570-dfkfdkdkdkfkdkfdkf.jpg)
ওয়েব ডেস্ক : সালিশি সভায় সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনায় আহত সাত জনকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হল। মালদহের মির্জাচক এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
আরও পড়ুন- অ্যাসিড ও আগুন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
জানা গেছে, এক ব্যক্তির বিবাহ বহির্ভুত সম্পর্ককে কেন্দ্র করে অশান্তি। সেই ঘটনার মীমাংসায় বসেন গ্রামের মাতব্বরেরা। তখনই দুই পরিবারের মধ্যে বিবাদ বেঁধে যায়। এক পরিবারের সদস্যরা বাঁশ লাঠি নিয়ে অন্য পরিবারের ওপর হামলা চালায়। লাঠির ঘায়ে ৭জন লুটিয়ে পড়লে হামলাকারীরা পালায়। ইংরেজবাজারের ভদু শেখের মেয়ে আদুলির সঙ্গে মালদহ থানার রায়পাপ মহালদারের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর ব্যাভিচার নিয়ে আদুলি সরব হতেই নির্যাতন শুরু হয়। তার মীমাংসা করতেই সালিশি সভা বসান মাতব্বরেরা।