আমফান বিধ্বস্তদের বিজেপির ত্রাণ বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার, জখম ১১
বিজেপির কাছ থেকে ত্রাণ নিলে ফল খুব খারাপ হবে। মারধর করে ঘরছাড়া করে দেওয়া হবে বলে হুমকি দেয়।
![আমফান বিধ্বস্তদের বিজেপির ত্রাণ বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার, জখম ১১ আমফান বিধ্বস্তদের বিজেপির ত্রাণ বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার, জখম ১১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/26/251969-capture2.jpg)
নিজস্ব প্রতিবেদন : বিজেপির ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল নন্দীগ্রামে। আহত মহিলা সহ ১১ জন। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসকদলের দিকে। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগই অস্বীকার করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদে ১৬১ নম্বর বুথে ত্রাণ বন্টন করেছিল বিজেপি। অভিযোগ, এরপরই আজ সকালে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ঢুকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। কেন বিজেপির কাছ থেকে ত্রাণ নিয়েছে? এরপর বিজেপির কাছ থেকে ত্রাণ নিলে ফল খুব খারাপ হবে। মারধর করে ঘরছাড়া করে দেওয়া হবে বলে হুমকি দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বচসা বেঁধে যায়। বচসা মারপিট, হাতাহাতিতে গড়ায়। বাঁশ, রড দিয়ে গ্রামবাসীদের মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের চোটে মাথাও ফেটে যায় এক কিশোরের। আহতরা বর্তমানে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা। এই দুঃসময়ে রাজনীতি করছে বিজেপি। সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন, '১টা খুন চাপা দিতে আরও ৯টা খুন', কুয়োর ভিতর ডাঁই করা দেহ মিলতেই পর্দাফাঁস খুনির