Contai: ত্রিপল চুরি মামলা, শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশুর বিরুদ্ধে হুলিয়া জারি আদালতের

গত ২৯ মে কাঁথি পুরসভার ডরমিটরি থেকে চুরি যায় বেশকিছু ত্রিপল। অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ও হিমাংশু মান্নার বিরুদ্ধে

Updated By: Sep 8, 2021, 09:54 PM IST
Contai: ত্রিপল চুরি মামলা, শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশুর বিরুদ্ধে হুলিয়া জারি আদালতের

নিজস্ব প্রতিবেদন: কয়েক মাস ধরে ফেরার। এবার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিমাংশু মান্নার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কাঁথি মহকুমা আদালত।

কাঁথি পুরসভার গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত হিমাংশু মান্না। পুলিসের খাতায় বেশ কয়েক মাস ধরেই তিনি ফেরার। কোনওভাবেই তিনি ধরা দিচ্ছেন না। এবার তার বিরুদ্ধে হুলিয়া জারি করল আদালত।

আরও পড়ুন-Midnapur: পিটিয়ে খুন! নিহত সমর্থকের দেহ নিয়ে মিছিল বিজেপি নেতৃত্বের

ত্রিপল চুরির ঘটনায় হিমাংশুর বিরুদ্ধে জামিন অযোগ্য বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। এবার হুলিয়া জারি হওয়ায় যে কোনও সময়ে তাঁকে গ্রেফতার করতে পারবে পুলিস। পাশাপাশি হুলিয়া জারি হওয়ার পরও তিনি ধরা না দিলে বা তিনি গ্রেফতার না হলে মাস খানেক অপেক্ষার পর তার সম্পত্তি বাজেয়াপ্ত করবে প্রশাসন। নির্দেশিকায় এমনটাই বলেছে কাঁথি আদালত।

আরও পড়ুন-Tripura: CPI(M) এবং BJP-র মধ্যে খণ্ডযুদ্ধ ত্রিপুরায়, আগুন বাম কার্যালয়ে

উল্লেখ্য, গত ২৯ মে কাঁথি পুরসভার ডরমিটরি থেকে চুরি যায় বেশকিছু ত্রিপল। এনিয়ে এফআইআর হয় ১ জুন। অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ও হিমাংশু মান্নার বিরুদ্ধে। গত ১ জুলাই তাঁরা ভার্চুয়ারি আত্মসমর্পণ করার আবেদন করেন। সেই আবেদন খারিজ করে আদালত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.