২৪ ঘণ্টার ক্যামেরায় ফাঁস কোচবিহারের বেসরকারি ডিএলএড কলেজের তোলাবাজি

Updated By: Sep 9, 2017, 04:02 PM IST
২৪ ঘণ্টার ক্যামেরায় ফাঁস কোচবিহারের বেসরকারি ডিএলএড কলেজের তোলাবাজি

ওয়েব ডেস্ক - ২৪ ঘণ্টার ক্যামেরায় ফাঁস কোচবিহারের বেসরকারি ডিএলএড কলেজের তোলাবাজি। অভি‌যোগ, উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মার্কশিট আটকে রেখে মোটা টাকা দাবি করছে কলেজ কর্তৃপক্ষ। খবর সম্প্রচারের পর পুলিশে অভি‌যোগ দায়েরের পরিকল্পনা করছেন ছাত্রছাত্রীরা। 

কোচবিহারের টেঙুরমারির ওই ডিএলএড কলেজের পড়ুয়াদের দাবি, ডিএলএডের ২ বছরের পাঠ্যক্রমের জন্য সরকার নির্ধারিত ফি মোট ৯৬,০০০ টাকা। অখচ মার্কশিট নিতে গেলে ৩ লক্ষ টাকা চোকাতে হবে বলে জানিয়েছেন কলেজের আধিকারিক। অভি‌যুক্ত আধিকারিক অমলচন্দ্র কর। ২৪ ঘণ্টার গোপন ক্যামেরায় ধরা পড়েছে তাঁর টাকা চাওয়ার ছবি।

আরও পড়ুন - রেফারের গেরোয় রোগীমৃত্যু, ভাঙচুর এমআর বাঙুর হাসপাতালে

কলেজ কর্তৃপক্ষ অবশ্য অভি‌যোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কোনও বাড়তি টাকা দাবি করা হয়নি ছাত্রদের কাছে। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন পড়ুয়ারা।  

.