রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ পার, দ্রুত বাড়ছে সুস্থতার হারও

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭১ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের

Reported By: সুতপা সেন | Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 27, 2020, 09:27 PM IST
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ পার, দ্রুত বাড়ছে সুস্থতার হারও
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের দোরগোড়ায়।

রাজ্য সরকারের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৯৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। গতকাল রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছিলেন ৫৫ জন। করোনা আক্রান্ত হয়েছিলেন ২,৯৭৪ জন।

আরও পড়ুন-সোমেন মিত্রের পর প্রদেশ কংগ্রেসের দায়িত্বে প্রদীপ ভট্টাচার্য! শীঘ্রই ঘোষণা

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ৩,০১৭ জনের। আক্রান্ত হয়েছেন মোট ১,৫০,৭৭২ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৭০৯ জন। সুস্থ হয়েছেন ১,২১,০৪৬ জন। সুস্থতার হার ৮০.২৮ শতাংশ।

আরও পড়ুন-ভারতের 'প্রথম করোনা ভ্যাকসিনের' ডোজ নিয়ে সুস্থ দুর্গাপুরের চিরঞ্জিত্, ফিরলেন বাড়িতে

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭১ জন, মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ১২৩৮ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৭১১ জন। মৃত্যু হল ১০ জনের। জেলায় এখনও পর্যন্ত মৃত্যু হল ৬৯৭ জনের।

.