একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত ৩,৬৭৭ জন, মৃত ৬৪ জন, বিপদ এড়াতে সাবধান হোন এখনই
মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৮ জন।
![একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত ৩,৬৭৭ জন, মৃত ৬৪ জন, বিপদ এড়াতে সাবধান হোন এখনই একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত ৩,৬৭৭ জন, মৃত ৬৪ জন, বিপদ এড়াতে সাবধান হোন এখনই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/14/281470-west-bengal-coronavirus-660-620x413.jpg)
নিজস্ব প্রতিবেদন : সংক্রমণের হারের নিরিখে প্রতিদিনই যেন চোখে চোখ রেখে টেক্কা দিচ্ছে করোনা। পুজো যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যে আরও চওড়া হচ্ছে করোনার থাবা। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত ৩,৬০০-রও বেশি মানুষ। মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৭ জন। এরফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ৬৯৭ জন। সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮০০ জন। একদিনে ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন করোনায়। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে উত্তর ২৪ পরগনায় নতুন করে আরও ৭৫২ জন মানুষ করোনায় সংক্রামিত হয়েছেন।
আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬৪ জন। ফলে মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৮ জন। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৫১৭ জন। তবে ডিসচার্জ রেট কার্যত অপরিবর্তিত রয়েছে, ৮৭.৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৯৬ জন। ফলে এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন।
আরও পড়ুন, দিলীপ যাদবকে সংযত থাকার নির্দেশ, গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গঠন করা হল কোর কমিটি