পুলিসের চোখে ধুলো দিয়ে বেলঘরিয়া থানা থেকে ফেরার বন্দি

পুলিসের চোখে ধুলো দিয়ে ফেরার বন্দি। তাও আবার বেলঘরিয়া থানার লক-আপ থেকে। এই ঘটনায় মুখ পুড়ল পুলিসের। উঠেছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Updated By: May 26, 2017, 08:27 PM IST
পুলিসের চোখে ধুলো দিয়ে বেলঘরিয়া থানা থেকে ফেরার বন্দি
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পুলিসের চোখে ধুলো দিয়ে ফেরার বন্দি। তাও আবার বেলঘরিয়া থানার লক-আপ থেকে। এই ঘটনায় মুখ পুড়ল পুলিসের। উঠেছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- স্ত্রীকে খুন করে থানায় 'মিসিং ডায়েরি' করল স্বামী!

অভিজিত্‍ মল্লিক নামে ওই ব্যক্তিকে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করে পুলিস। গতকাল তাঁর পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাতে থানার লক আপেই ছিল সে। অভিযোগ, লক-আপের জানালা ভেঙে পালিয়ে যায় ওই বন্দি। যদিও পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে বের করার পরই, পুলিসের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। এখনও কোনও খোঁজ নেই তার। কীভাবে থানার মধ্যে থেকে এভাবে ফেরার হয়ে যেতে পারে কোনও বন্দি? কী করছিল পুলিস? তবে কি নিছক দর্শকের ভূমিকা ছিল তাঁদের? উত্তর নেই কোনও প্রশ্নেরই।

.