ফণি-র আতঙ্কের রাতেই পরপর তিনটি সোনার দোকানে চুরি
শুক্রবার ফনির আশঙ্কায় যখন ত্রস্ত গোটা দেশ, ঝাঁপ গুটিয়ে ঘরমুখো ব্যবসায়ী থেকে পথযাত্রী সেই ফাঁকেই সোনার দোকানগুলিতে লুঠ চালালো চোরের দল।
![ফণি-র আতঙ্কের রাতেই পরপর তিনটি সোনার দোকানে চুরি ফণি-র আতঙ্কের রাতেই পরপর তিনটি সোনার দোকানে চুরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/04/190893-3-1.png)
নিজস্ব প্রতিবেদন: ঘূর্নিঝড়ের দাপটেও রেহাই দিল না চোরের দল। ফণির তাণ্ডবের রাতেই একসঙ্গে তিনটি সোনার দোকানে চুরি গেল লক্ষাধিক টাকা-সহ গহনা। ঘনাটি ঘটেছে জয়নগরে। শুক্রবার ফনির আশঙ্কায় যখন ত্রস্ত গোটা দেশ, ঝাঁপ গুটিয়ে ঘরমুখো ব্যবসায়ী থেকে পথযাত্রী সেই ফাঁকেই সোনার দোকানগুলিতে লুঠ চালালো চোরের দল। জানা গিয়েছেন এদিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফিরে যান ব্যবসায়ীরা। এরপরই দোকানের সাটার ভেঙে চুরি করে ওই দুষ্কৃতিরা।
আরও পড়ুন: ফণির ছোবল থেকে কেন রক্ষা কলকাতার? আবহাওয়া দফতর জানাল ৪ কারণ
শনিবার সকালে জানাজানি হয় ঘটনাটি। প্রথম ঘটনাটি ঘটেছে দত্তবাজারে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে জয়নগর থানার ধন্বত্বরী কালি মন্দিরের কাছে অন্য একটি সোনা দোকানে এবং শেষ ঘটনাটি পশ্চিম পাড়ার। এরপর জয়নগর থানায় খবর দিলে। ঘটনাস্থ পৌঁছায় পুলিস। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে। কে বা কারা এই চুরি করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।