'আমাকে খুন করলে আমি মিষ্টি খাওয়াবো নাকি? ঘাড় মটকে দেব'
সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'চিদাম্বরমের কোমরে দড়ি পড়লে কালীঘাটে সিবিআইয়ের পৌঁছাতে সময় লাগবে না। সেসব বুঝেছে বলেই জেলে যাওয়ার কথা বলছেন।'
!['আমাকে খুন করলে আমি মিষ্টি খাওয়াবো নাকি? ঘাড় মটকে দেব' 'আমাকে খুন করলে আমি মিষ্টি খাওয়াবো নাকি? ঘাড় মটকে দেব'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/28/206140-xvsgdxvdcv.jpg)
নিজস্ব প্রতিবেদন: উসকানিমূলক মন্তব্য করে মঙ্গলবারই বিতর্কে জড়িয়েছিলেন। সেজন্য তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস। তবু থামতে নারাজ মেদিনীপুরের সদ্য নির্বাচিত সাংসদ। বুধবার বারাসতে দাঁড়িয়ে তাঁর মন্তব্যের সাফাই দিলেন নিজেই। বললেন, 'আমাকে খুন করলে আমি মিষ্টি ছুঁড়ব না কি?'
এদিন তিনি বলেন, 'আমাকে খুন করলে আমি মিষ্টি খাওয়াবো নাকি? ঘাড় মটকে দেব। আমাদের এই ক্ষমতা আছে।' তাঁর কথায়, 'খুনের রাজনীতি করি না, খালি হুমকিতে তৃণমূল ঘাবড়ে যাচ্ছে । এতেই ১৮টা হয়ে গিয়েছে। বাকি যা আছে তাও হয়ে যাবে।'
সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'চিদাম্বরমের কোমরে দড়ি পড়লে কালীঘাটে সিবিআইয়ের পৌঁছাতে সময় লাগবে না। সেসব বুঝেছে বলেই জেলে যাওয়ার কথা বলছেন।'
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ১৯ জনকে দোষী সাব্যস্ত করল আদালত, ৩০ অগাস্ট সাজা ঘোষণা
তিনি এদিন বলেন, রাজ্যের আইপিএস আইএস আধিকারিকরা নিজেদের পদোন্নতির জন্য মোসাহেবি, তাঁবেদারি করছেন।