'দল করলে আগে ঘর', বেফাঁস এগরার তৃণমূল পুরপ্রধান
গরিব মানুষের জন্য সরকারি প্রকল্পের আওতায় বাড়ি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে।
!['দল করলে আগে ঘর', বেফাঁস এগরার তৃণমূল পুরপ্রধান 'দল করলে আগে ঘর', বেফাঁস এগরার তৃণমূল পুরপ্রধান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/18/128828-tmc-flag-759.jpg)
নিজস্ব কর্মীরা : আগে দলীয় কর্মীরা ঘর পাবেন। তারপর বিরোধীরা। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে সাফ কথা এগরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরার।
গরিব মানুষের জন্য সরকারি প্রকল্পের আওতায় বাড়ি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগ ওড়ালেও, রাজনৈতিক পক্ষপাতের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পুরপ্রধান। কোন শর্তে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, তা বাতলে দিলেন পূর্ব মেদিনীপুরের এগরা পুরপ্রধান নিজেই।
ঘটনার সূত্রপাত অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে। বছরখানেক আগে সরকারের সবার জন্য বাড়ি প্রকল্পে ঘরের আবেদন করেছিলেন এলাকার সুকুমার পাত্র। কিন্তু বাড়ি পাননি। সুকুমারের অভিযোগ, ঘরের জন্য তাঁর কাছ থেকে টাকা দাবি করেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যদিও কাউন্সিলর সেই অভিযোগ অস্বীকার করেছেন।
কিন্তু, গরিব মানুষের জন্য সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতির সেই অভিযোগ ঢাকতে গিয়ে বেফাঁস এগরার পুরপ্রধান নিজেই। দুর্নীতির অভিযোগ খারিজ করলেও, 'পক্ষপাত'-এর কথা নিজমুখেই স্বীকার করে নেন তিনি। বলেন, 'দল করলে আগে ঘর'!
আরও পড়ুন, সরকারি গাইডলাইন মেলেনি, প্রশ্নের মুখে বাসচালক-কন্ডাকটরদের বেতন ইস্যু
বর্ষায় ঘর ভাঙতে বসেছে। কিন্তু পুরসভার নিজস্ব নিয়মে তাদের পালা কবে, এখন সেই অপেক্ষায় সুকুমার পাত্ররা।