উত্তরে খুশি নয় কমিশন, দ্বিতীয়বার শোকজ করা হতে পারে বাবুলকে

বাবুল দাবি করেছেন, গানটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গানটি নিয়ে পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে কয়েকজন দলীয় কর্মীকে পাঠিয়েছিলেন তিনি। সেখান থেকেই ছড়িয়ে পড়ে গানটি।

Updated By: Mar 23, 2019, 06:21 PM IST
উত্তরে খুশি নয় কমিশন, দ্বিতীয়বার শোকজ করা হতে পারে বাবুলকে

নিজস্ব প্রতিবেদন : থিম সং বিতর্ক পিছু ছাড়ছে না বাবুল সুপ্রিয়র। বাবুলের উত্তরে খুশি নয় কমিশন। দিল্লিতে পাঠানো হয়েছে তাঁর বক্তব্য। কমিশন সূত্রে জানা গিয়েছে, কী কারণে গানটি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে বাবুল সুপ্রিয়র ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কমিশন। থিম সং নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বক্তব্য দিল্লিতে পাঠানো হয়েছে। প্রয়োজনে দ্বিতীয়বার বাবুলকে শোকজ করতে পারে কমিশন।

তিনি নিজে গানটি প্রকাশ্যে আনেননি। মিডিয়া সামনে এনেছে। থিম সং বিতর্কে যুক্তি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র শেয়ার করা একটি টুইটে দেখা যায়, বিজেপির থিম সংটি রেকর্ড করছেন তিনি। রেকর্ডিংয়ের পর অডিও চেক করছেন বাবুল। টুইটে একটি ভিডিও শেয়ার করে বাবুল লিখেছেন, "খুব আনন্দ হচ্ছে। আপনাদের সবার জন্য বিজেপির থিম সং রেকর্ডিংয়ের এক ঝলক রইল। অমিত চক্রবর্তীর লেখা এই গানে গলা দেওয়া একটা দারুণ অভিজ্ঞতা। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে আমাদের এই গান।"

আরও পড়ুন, 'বাংলায় একনায়কতন্ত্র চলছে', মমতাকে বিঁধে আক্রমণ রাহুলের  

প্রসঙ্গত, মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে তুলেছেন, সে প্রশ্ন তুলে বাবুল সুপ্রিয়কে শোকজ করে নির্বাচন কমিশন। 'ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল' শীর্ষক এই গানের ছত্রে ছত্রে সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের। অভিযোগ, নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, এই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল। একারণেই তাঁকে কারণ দর্শাতে বলে কমিশন। যদিও বাবুল দাবি করেছেন, গানটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গানটি নিয়ে পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে কয়েকজন দলীয় কর্মীকে পাঠিয়েছিলেন তিনি। সেখান থেকেই ছড়িয়ে পড়ে গানটি।

.