পারিবারিক বিবাদে ধুন্ধুমার উত্তর দিনাজপুরে, অ্যাসিড হামলায় জখম মহিলা-সহ ৫
বচসার জেরে অ্যাসিড হামলায় আহত হয়েছেন দুই মহিলা-সহ পাঁচজন।
![পারিবারিক বিবাদে ধুন্ধুমার উত্তর দিনাজপুরে, অ্যাসিড হামলায় জখম মহিলা-সহ ৫ পারিবারিক বিবাদে ধুন্ধুমার উত্তর দিনাজপুরে, অ্যাসিড হামলায় জখম মহিলা-সহ ৫](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/03/203097-acid-attacks-1200x546.jpg)
নিজস্ব প্রতিবেদন: বসত বাড়ির জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিবারে। বচসার জেরে অ্যাসিড হামলায় আহত হয়েছেন দুই মহিলা-সহ পাঁচজন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর গ্রামে।
সূত্রের খবর, এদিন সাহাপুরের বাসিন্দা মহম্মদ আজিমুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বচসা শুরু হয় ভাইপো মনজুর আলির। অভিযোগ, হঠাৎই মনজুর আলির দুই ছেলে বাড়িতে ঢুকে পড়ে। অ্যাসিডের বোতল ছুঁড়তে থাকে আজিমুদ্দিনের ছেলেকে লক্ষ্য করে। অ্যাসিড হামলায় গুরুতর জখম হন দুই মহিলা-সহ ৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: বান্ধবীর বিয়েতে এসে গণধর্ষণের শিকার নবম শ্রেণির নাবালিকা, ধৃত জামাইবাবু
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। উত্তর দিনাজপুরের পুলিস সুপার সচিন মক্কার জানিয়েছেন, "অভিযোগ পেয়েছি, দোষীদের গ্রেফতার করা হবে। আর কোথা থেকে তাঁরা এই অ্যাসিড কিনেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।"