যাত্রী সহ চলন্ত অ্যাম্বুল্যান্সে আচমকা আগুন
অ্যাম্বুল্যান্সে থাকা রোগী সহ বাকিরা নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: যাত্রী সহ চলন্ত অ্যাম্বুল্যান্সে আচমকা আগুন। শুক্রবার বিকেল পৌনে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে মানিকতলা থানা এলাকার সি আই টি রোড এবং উল্টোডাঙা মেইন রোডের সংযোগস্থলে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রোগী সহ একটি অ্যাম্বুল্যান্স রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা ইঞ্জিনে আগুন লেগে যায়। তড়িঘড়ি খবর যায় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে অ্যাম্বুল্যান্সে আগুন লাগলেও, বড় বিপদ এড়ানো গিয়েছে।
অ্যাম্বুল্যান্সে থাকা রোগী সহ বাকিরা নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তাঁদের অন্য একটি অ্যাম্বুল্যান্সে স্থানান্তরিত করে দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, শর্ট সার্কিটের জেরেই অ্যাম্বুল্যান্সের ইঞ্জিনে আগুন লেগে যায়।
আরও পড়ুন, ক্যান্সার চিকিৎসায় পায়ের হাড়ের বিরল পুনঃপ্রতিস্থাপন! নজির গড়ল SSKM
SSC: শিক্ষক নিয়োগে 'বেনিয়ম'; পার্থ চট্টোপাধ্যায়ই ব্যাখা দিতে পারবেন: Kunal