নভেম্বরেই শুরু হবে ফার্স্ট ইয়ারের ক্লাস, জানালো UGC

আগামী বছর ৩০ অগাস্ট থেকে শুরু হবে সেকেন্ড ইয়ারের ক্লাস।

Updated By: Sep 22, 2020, 11:58 PM IST
নভেম্বরেই শুরু হবে ফার্স্ট ইয়ারের ক্লাস, জানালো UGC

নিজস্ব প্রতিবেদন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে এ বছর নভেম্বরে শুরু হবে ফার্স্ট ইয়ারের ক্লাস। থাকবে না কোনও গরম বা শীতের ছুটি। কেন্দ্রীয় সরকার নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি যদি না দেয়, তাহলে অনলাইনেই শুরু হয়ে যাবে পড়াশোনা। জানিয়ে দিল ইউজিসি। ১ নভেম্বর থেকে শুরু হবে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের ফার্স্ট ইয়ারের ক্লাস।কেন্দ্রীয় সরকার নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ খোলার অনুমতি যদি না দেয়, তাহলে অনলাইনেই শুরু হয়ে যাবে পড়াশোনা। আগামী বছর ৩০ অগাস্ট থেকে শুরু হবে সেকেন্ড ইয়ারের ক্লাস।

আরও পড়ুন: পুজোর আগেই শুরু করতে হবে ২২৫টি ব্রিজের মেরামতি, জেলার সঙ্গে বৈঠক পূর্ত দফতরের

২০২২ সাল পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে থাকবে না কোনও শীত বা গরমের ছুটি। ক্লাস  হবে সপ্তাহে ৬ দিন।  নতুন শিক্ষা ক্যালেন্ডারের কথা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন টুইটও করেন। জানান, কোভিড পরিস্থিতিতে অভিভাবকদের আর্থিক সমস্যার কথা মাথায় রেখে, চলতি বছরের  ৩০ নভেম্বর পর্যন্ত যাবতীয় ভর্তি ক্যানসেল বা মাইগ্রেশনের ক্ষেত্রে আগে নেওয়া ফি-র   সবটাই ফেরত দেওয়া হবে। ইউজিসির নির্দেশে বলা হয়েছে, ৩০ নভেম্বরের পর ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ধরনের  ভর্তি ক্যানসেল বা মাইগ্রেশনে, সর্বাধিক হাজার টাকা পর্যন্ত প্রসেসিং ফি কাটা যাবে। বাকি টাকা ফিরিয়ে দিতে হবে।

.