Nadia: হাসপাতালের স্ট্যাম্প, মেডিকেল অফিসারের সই জাল; প্রতারণার শিকার চার মহিলা
এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল আধার সহযোগী কেন্দ্রগুলির বিরুদ্ধে। পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
অনুপ কুমার দাস: নদীয়া জেলা হাসপাতালের স্ট্যাম্প,মেডিকেল অফিসারের সই জাল করে আধার করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। এই প্রতারণার শিকার চার মহিলা।
নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালের স্টাম্প নকল এবং মেডিকেল অফিসারের সই অ্যাটেস্টেট করিয়ে আধার সংশোধন করতে এসে বিপাকে চার মহিলা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার কোম্পানি বাগান লাল মাঠ এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস। যাবতীয় নথি খতিয়ে দেখে বোঝা যায় শক্তিনগর জেলা হাসপাতালে ষ্ট্যাম্প এবং ভুয়ো মেডিকেল অফিসারের সই করা অ্যাটেস্টেডট কপি পুরোটাই নকল।
কৃষ্ণনগর ওয়েবেল বিল্ডিংয়ে আধার কেন্দ্রের পাশে সরকারি জমিতে অস্থায়ীভাবে গজিয়ে উঠেছে একাধিক আধার সহায়তা কেন্দ্র। ওই আধার সহায়তা কেন্দ্র থেকে আধার করাতে আসা একাধিক গ্রামের মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা প্রতারণার অভিযোগ ওঠে। শুক্রবার বিকেলে আধার সহযোগী কেন্দ্রে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস হানা দিলে পালিয়ে যায় প্রতারকরা।
এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল আধার সহযোগী কেন্দ্রগুলির বিরুদ্ধে। পুলিস ইতিমধ্যেই তাদের তল্লাশি করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।