Cooch Behar. PWD: কোচবিহারের মাথাভাঙায় পূর্ত দফতরের শ্রাদ্ধানুষ্ঠান...
বেহাল রাস্তা মেরামতি হবে কবে? অভিনব কায়দায় বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা।
দেবজ্যোতি কাহালি: বেহাল রাস্তায় ঘটছে দুর্ঘটনা। মেরামতি হবে কবে? সেতুর উপরে পূর্ত দফতরের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন স্থানীয় বাসিন্দারা! ব্যাহত হল যান চলাচল। ঘটনাস্থল, কোচবিহারের মাথাভাঙা।
ঘটনাটি ঠিক কী? কোচবিহারের মাথাভাঙা থেকে শীতলকুচি। রাস্তার দৈর্ঘ্য ১৮ কিমি। এতটাই বেহাল দশা যে, সেই রাস্তা এখন কার্যত যান চলাচলের অযোগ্য! স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকল্প আর কোনও রাস্তাও নেই। ফলে খানাখন্দে ভরা ওই রাস্তায় যেতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ছে গাড়ি। পূর্ত দফতকে বহু জানিয়েও কোন লাভ হয়নি।
আরও পড়ুন: Nabanna: সরকারি চাকরি না পেয়ে নবান্নের সামনে আত্মহত্যার চেষ্টা যুবকের....
মাথাভাঙা থেকে শীতলকুচি যাওয়ার রাস্তায় ধরলা নদীর উপর রয়েছে উপেন বর্মন সেতু। এদিন সেতুর উপরে হল পূর্ত দফতরের শ্রাদ্ধানুষ্ঠান। কীভাবে? সেতুতে কলাগাছ পুঁতলেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, ডেকে আনা হল পুরোহিতও! অভিনব এই বিক্ষোভে জেরে সকালে ঘণ্টা দুয়েক কার্যত অবরুদ্ধ হয়ে থাকল। এরপর দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু আশ্বাস দিলেন পূর্ত দফতরের কর্তারা। প্রত্যাহার করে নেওয়া হল বিক্ষোভ।
এদিকে বাজেটে নয়া প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নাম, 'রাস্তাশ্রী'। এই প্রকল্পে ১১৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করবে করবে সরকার। মেরামত কর হবে পুরনো রাস্তা।