Appendix Operation: পেটে ব্যথায় অ্যাপেন্ডিক্স অপারেশন, মায়ের সঙ্গে কথা বলার পরই মৃত্যু 'সুস্থ' কিশোরের!

নার্সিংহোম থেকে পরিবারকে জানানো হয় যে ছেলে সুস্থ রয়েছে। অগ্নিশ তার মায়ের সঙ্গে কথাও বলে। কিন্তু তারপরই...

Updated By: Apr 24, 2024, 07:19 PM IST
Appendix Operation: পেটে ব্যথায় অ্যাপেন্ডিক্স অপারেশন, মায়ের সঙ্গে কথা বলার পরই মৃত্যু 'সুস্থ' কিশোরের!

বিধান সরকার: অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর কিশোরের মৃত্যু! উত্তেজনা শ্রীরামপুরের বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসককে চুলের মুঠি ধরে মারধর। পুলিস গিয়ে উদ্ধার করে চিকিৎসকে। মৃতের পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালির ভান্ডারহাটি বেনেপাড়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তীর ছেলে অগ্নিশ চক্রবর্তী। ১৪ বছরের অগ্নিশ অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গত শনিবার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে হরিপাল শ্রমজীবী হাসপাতালে দেখায় তার পরিবার। স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসককেও দেখানো হয়। পেটের ব্যথা কমে না।

এরপর গতকাল ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে সেখানে জানানো হয় দ্রুত অস্ত্রোপচার করতে হবে। শ্রীরামপুরের নার্সিংহোমে যোযাযোগ করে গতকাল বেলা ১২টা নাগাদ অগ্নিশকে ভর্তি করা হয়। আল্টাসোনোগ্রাফি করিয়ে অ্যাপেন্ডিক্স বাদ দিতে হবে বলেন চিকিৎসক। এরপর পৌনে ২টো নাগাদ তার অস্ত্রোপচার করা হয়। তারপর ৪টের সময় নার্সিংহোম থেকে পরিবারকে জানানো হয় যে ছেলে সুস্থ রয়েছে। এরপর আজ সকালে ১১টার সময় অগ্নিশের পরিবার নার্সিংহোমে যায় তাকে দেখতে। অগ্নিশ তার মায়ের সঙ্গে কথাও বলে। কিন্তু তারপরই চিকিৎসকরা জানান যে ছেলের অবস্থা ভালো না।

এর কিছুক্ষণ পরই অগ্নিশের পরিবারকে তার মৃত্যুর খবর দেওয়া হয়। এরপরই মৃত কিশোরের পরিবার নার্সিংহোমে বিক্ষোভে ফেটে পড়ে। সুজয় মোহান্তি নামে এক চিকিৎসক অগ্নিনলশের অস্ত্রোপচার করবেন বলেছিলেন। কিন্তু গতকাল চিকিৎসক রুবেল গাঙ্গুলি অস্ত্রোপচার করে দেন। আজ চিকিৎসক মোহান্তিকে নিয়ে টানাটানি শুরু করে মৃত কিশোরের পরিবার। চুলের মুঠি ধরে মারা হয় তাঁকে। মৃতের পরিবারের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন চিকিৎসক। খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিস চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন, Rachna Banerjee: 'হাসি শুনে লোকে বলে পাগল... আমি সাপোর্ট করি', এ কী বললেন রচনা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.