উপযুক্ত পোশাকের দাবিতে জলপাইগুড়ি হাসপাতালে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা
হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে চিকিৎসাধীন ১৩ জন।
নিজস্ব প্রতিবেদন : উপযুক্ত পোশাক নেই। করোনা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের ওয়ার্ডে ডিউটি করার জন্য উপযুক্ত পোশাক দেওয়া হয়নি। এই অভিযোগে বিক্ষোভে সামিল হলেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
প্রসঙ্গত রবিবার রাতে এই হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে ১৩ জনকে নিয়ে আসা হয়। যাঁরা প্রত্যেকেই করোনায় মৃত কালিম্পংয়ের বাসিন্দা ওই মহিলার পরিবারের সদস্য। সোমবার তাঁদের লালারস করোনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আর তাতেই ছড়িয়েছে আতঙ্ক।
জেলা স্বাস্থ্য দফতর বা হাসপাতালের তরফে পরীক্ষার রিপোর্ট সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু আতঙ্কে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে চাইছেন হাসপাতালের কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হোক। নইলে তাঁরা কেউ বাড়ি ফিরবেন না।