মোড়লের দাদাগিরি! গৃহবধূ, যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে চলল 'গণধোলাই'
স্বামী কাজে বেরিয়ে গেলেই, ফাঁকা বাড়িতে আসত যুবক।
![মোড়লের দাদাগিরি! গৃহবধূ, যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে চলল 'গণধোলাই' মোড়লের দাদাগিরি! গৃহবধূ, যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে চলল 'গণধোলাই'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/25/125777-bvfkasbfka.jpg)
নিজস্ব প্রতিবেদন : বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা। পরে পুলিস গিয়ে উদ্ধার করে দুজনকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়।
চন্দ্রকোণার বগসড় এলাকার বাসিন্দা পেশায় গাড়ি মেকানিক ভানু সিং। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা বাপি শেখ নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ভানু সিংয়ের স্ত্রী। স্বামী ভানু কাজে চলে গেলেই, তাঁর অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে আসত বাপি। দীর্ঘদিন ধরেই এই জিনিস চলছিল। এদিনও সকালে ভানু কাজে বেরিয়ে যেতেই, বাপি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে।
আরও পড়ুন, জামাইয়ের ফোন পেয়েই ছুটে গিয়েছিল বাবা, কিন্তু ততক্ষণে সব শেষ!
সেইসময়ই 'যুগল'কে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপরই শুরু হয় গ্রামের মোড়লদের দাদাগিরি। অভিযোগ, প্রথমে ওই যুবক ও গৃহবধূকে একটি ল্যাম্পপোস্টে দড়ি দিয়ে বাঁধা হয়। তারপর শুরু হয় বেধড়ক মার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোণার থানার পুলিস। ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।