পণের দাবিতে খুন নববধূ, ধৃত অভিযুক্ত স্বামী ও শ্বশুর
শুক্রবার রাতে মৃতার পরিবার হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জামাই ও শ্বশুরকে।
নিজস্ব প্রতিবেতন: পণের দাবিতে নববধূকে পুড়িয়ে মারার অভিযোগ শশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়ি ব্লকে। দেড় মাস আগে ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা বছর ১৯-এর মাধবী ব্যাপারীর সঙ্গে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের বাসিন্দা অমৃত মন্ডলের বিয়ে হয়।
অভিযোগ বিয়ের সময় নগদ টাকা, সোনা, আসবাবপত্র ইত্যাদি নেওয়ার পরেও ফের ৫ লক্ষ টাকা পণ দাবি করে। অমৃতর পরিবার। সেখান থেকেই শুরু হয় মারধর। সূত্রের খবর, এরপরই শ্বাস রোধ করে খুন করা হয় মাধবী। তারপর ঝুলিয়ে দেোয়া হয় পাখার সঙ্গে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে বৈরাগী বানাবে তাঁর ভাইপো অভিষেক, কটাক্ষ বিপ্লবে
শুক্রবার রাতে মৃতার পরিবার হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জামাই ও শ্বশুরকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে হলদিবাড়ি থানার আইসি দেবাশীষ বোস বলেন,"অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।অমৃত মন্ডল ও হরিমোহন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে।