জলপাইগুড়ির শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৫,০০০
আইআরসিটিসির একাউন্ট ব্যবহার করে ব্যাংক থেকে দফায় দফায় টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি তে। চলতি মাসের ৭ থেকে ২১ তারিখ কয়েক দফায় তোলা হয় টাকা। গায়েব হয়েছে প্রায় ৫৫,০০০ টাকা। ইতিমধ্যে ব্যাঙ্ক ও পুলিসে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকা।
নিজস্ব প্রতিবেদন: আইআরসিটিসির একাউন্ট ব্যবহার করে ব্যাংক থেকে দফায় দফায় টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি তে। চলতি মাসের ৭ থেকে ২১ তারিখ কয়েক দফায় তোলা হয় টাকা। গায়েব হয়েছে প্রায় ৫৫,০০০ টাকা। ইতিমধ্যে ব্যাঙ্ক ও পুলিসে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকা।
অরও পড়ুন - 'কম্পিউটার খারাপ', ১৫ দিন ধরে লেনদেন বন্ধ পোস্ট অফিসে
জলপাইগুড়ি শহরের মাড়োয়াড়ি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নিবেদিতা রায়ের শহরেরই একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। শুক্রবার ব্যাঙ্কে গিয়ে তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ৫৫,০০০ টাকা। অথচ সেজন্য কোনও এসএমএস পাননি বলে দাবি করেছেন নিবেদিতা দেবী।ঘটনার কথা জানিয়ে ব্যাঙ্কের ম্যানেজার ও কোতয়ালি থানার সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন তিনি।