15 January 2025, 12:15 PM
Murshidabad: রাতের অন্ধকারে লালগোলা থেকে গ্রেপ্তার চার বাংলাদেশি । ধৃতদের কাছে ছিল না কোন বৈধ কাগজপত্র। বুধবার ধৃতদের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠাল পুলিশ। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতে লালগোলার ভবানীপুর মোড় চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেড়িয়ে আসে তারা বাংলাদেশি । তবে তাদের কাছে বৈধ কোন কাগজপত্র না থানায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত খাইরুল ও ময়েন আলি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগারী থানা এলাকা এবং আসাদুল সেখ ও এমদাদুল সেখ বাংলাদেশের চাপাই-নবাবগঞ্জের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত কয়েক বছর ধরেই এদেশে ছিল। ভিন রাজ্যে কাজ করতো, দেশে ফেরার জন্য তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। বুধবার ধৃতদের চার দিনের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ। কিভাবে তারা ভারতে ঢুকেছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
15 January 2025, 12:15 PM
Nadia: নদিয়ার তাহেরপুরের সাড়ে তিন বছরের ঈশান বিশ্বাস। মাত্র ৪ মিনিট ৫২ সেকেন্ডে ২১৫ টি ফুল, ফল, পশু, পাখি, জীবজন্তু সহ দৈনন্দিন ব্যবহার্য বস্তুর ইংরেজি নাম বাংলায় বলে রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে। সাড়ে তিন বছর বয়সে ২১৫ টি ইংরেজি শব্দের বাংলা নাম ঠোটস্থ করে ফেলেছে নদিয়ার তাহেরপুর খামার শিমুলিয়ার ঈশান বিশ্বাস। এই বয়সেই পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে প্রতিটি দেশের নাম একনাগাড়ে বলতে পারে। নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সাড়ে তিন বছরের একমাত্র ছেলে ঈশান বিশ্বাস। ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ৪ মিনিট ৫২ সেকেন্ডে ২১৫ টি ফুল, ফল, পশু, পাখি, জীবজন্তু সহ দৈনন্দিন ব্যবহার্য বস্তুর ইংরেজি নাম বাংলায় বলে রেকর্ড গড়েছে সে। বাইট প্রসেনজিৎ বিশ্বাস (ঈশানের বাবা)
15 January 2025, 10:00 AM
Kolkata accdent: গতকাল লরির ধাক্কায় গুরুতর আহত হন শ্যমনগরের বাসিন্দা অবিনাশ মাঝি। দুর্ঘটনা ঘটে রাত ১০ টা ২০ মিনিটে। এরপর বি এন বোস ১১ টা, টেকনো গ্লোবাল হাসপাতালে সাড়ে ১১ টা, জেনিথ হাসপাতালে রাত ১২ টা, আর জি কর রাত ১ টা, অ্যাপোলো রাত পৌনে ২ টো। এরপর এস এস কে এম রাত আড়াইটে। অর্থাত্ এস এস কে এম হল ৬ নম্বর হাসপাতাল। আপাতত ট্রলিতে রেখেই চিকিৎসা শুরু অবিনাশ মাঝির। পা বাঁচানো যাবে কিনা সংশয়ে পরিবার। ট্রলি থেকেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাসপাতালের। পরে বেড খালি হলে সেখানে শিফট করা হতে পারে। হাসপাতালের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পরিবারের। প্রচুর রক্তক্ষরণ, পেরিয়ে গেছে গোল্ডেন আওয়ার।
15 January 2025, 10:00 AM
Kolkata Building Demolition: বাঘাযতীনে হেলে যাওয়া বিপজ্জনক আবাসন সম্পূর্ণ ডেমোলিশ বা ভাঙার কাজ শুরু হবে আর কিছুক্ষণ পর। বিপদজনক ভাবে হেলে পাশের দুটি বহুতল। বাড়ির ক্ষতিগ্রস্থ অংশ ভাঙ্গার কাজ গতকালই শুরু করেছে পুরসভা। আজ থেকে গোটা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হবে। বাঘাযতীনের বিল্ডিং বিপর্যয় নজরে প্রমোটার। বেপাত্তা প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর পুরসভার। ৬ জন ফ্ল্যাট মালিকের নামে অভিযোগ দায়ের।
15 January 2025, 10:00 AM
Jhargram: বাঘ ধরতে ট্রাপ ক্যামেরার সঙ্গে এবার জঙ্গলে খাঁচা পাতা হল। এখনো পর্যন্ত বাঘের কোন সঠিক লোকেশন খুঁজে বের করতে পারেনি বনদপ্তর, যে ৩০ টি ট্র্যাক ক্যামেরা লাগানো হয়েছে তাতে এখনো পর্যন্ত কোনও বাঘের ছবির দেখা মেলেনি যা নিয়ে চিন্তিত বন দপ্তর। তাই রাতে সুন্দরবন থেকে আসা বিশেষজ্ঞ টিম বাঘের সম্ভব্য আসা যাওয়ার রাস্তা চিন্হিত করে আরো বেশ কিছু ট্রাপ ক্যামেরা বসায়। খাঁচাও পাতা হয়েছে বাঘের পায়ের ছাপ হিসেব করে। এখনো পর্যন্ত শিমলিপালের বাঘিনী যে ভাবে এই এলাকায় ঘুরছিলো সেই পথেই এই বাঘ ও ঘুরছে। বাঘের গতিপথ এই মুহুর্তে বান্দোয়ানের রাইকা পাহাড়ের দিকে। রাইকা পাহাড় সংলগ্ন বেলডুংরি এলাকায় ও প্রচুর পায়ের ছাপ পাওয়া গেছে। তাই সেই মতোই বেলপাহাড়ি এবং বান্দোয়ান সংলগ্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সুন্দর বন থেকে আনা জালও। অপরদিকে গ্রামের সাধারণ মানুষ কে জঙ্গলের গবাদি পশু নিয়ে যাওয়ায় নিষেধ করায় সমস্ত গবাদিপশু কে বাড়িতেই বেঁধে রাখছেন সাধারণ মানুষ। রাত নামলে বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক নিজেরা যেমন বাড়িতে গৃহবন্দি তেমনি গবাদি পশুদের কেউ গৃহবন্দি করেছেন গ্রামের মানুষ। বাঘ এর পায়ের ছাপ অনুয়ায়ী গ্রামগুলোতে মাইকিং করে সতর্ক করা হয়েছে গ্রামবাসী দের। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম উভয় দিকেই সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। তবে এই বাঘ বন্দির খেলায় বাঘ কে কবে বাগে আনতে পারবে বন দপ্তর সেটাই এই মুহূর্তে সব থেকে বড়ো চ্যালেঞ্জ বনদপ্তরের।
15 January 2025, 08:30 AM
Malda: গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিস মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেনসিডির উদ্ধার করল । নিষিদ্ধ এই ফেনসিডিল পাচারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল মালদা জিআরপি । ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা । উদ্ধার হয়েছে প্রায় ৯০০ বোতল ফেনসিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা । জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেনসিডিল দিল্লি থেকে মালদায় নিয়ে আসে। মালদা টাউন স্টেশনে থেকে বালুঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল । বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেনসিডিল সিরাপ উদ্ধার করে । অভিযুক্তরা এই ফেনসিডিল সিরাপের বোতল গুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল । বুধবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে ।
15 January 2025, 08:30 AM
Dum Dum: দমদম সেন্ট্রাল জেলেই মৃত্যু মাদক পাচারে অভিযুক্ত আড়িদহের যুবকের। ক্ষুব্ধ পরিবার দমদম সেন্ট্রাল জেলের বিরুদ্ধে দক্ষিণেশ্বরে থানায় অভিযোগ দায়ের করল। মাদক মামলায় ২২ ফেব্রুয়ারি দক্ষিনেশ্বর থানা গ্রেফতার করেছিল আড়িয়াদহের বাসিন্দা মৌসম চাটার্জীকে। এরপরে গতাকাল রাত্রে মৌসমের বাড়িতে দমদম জেল থেকে খবর আসে মৌসম শারীরিক অসুস্থতার জন্য মারা গেছে। এরপরই মৌসমের পরিবার ক্ষোভে ফেটে পরে। আজ দক্ষিণেশ্বর থানায় মৌসমের দমদম জেল কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল । তবে আজ তারা ছেলের মৃতদেহ সতকার করল না। মৃত দেহ না নিয়ে, মৌসমের পরিবার আবার পুনরায় ময়না তদন্তের দাবি করল।
15 January 2025, 08:30 AM
Makar Sankranti: মকর স্নানের নির্ঘন্টের শেষ লগ্নেও স্নানের ভিড় বাজা কদমতলা ঘাটে। পাশাপাশি আজ একের পর এক বাস ফিরবে গঙ্গাসাগর থেকে। ভিন রাজ্যের পুণ্যার্থীদের জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা
বাঘুঘাট এবং ট্রানজিট ক্যাম্প লাগোয়া এলাকায়। আছেন সাগর বন্ধুরা। ঘাটে আজও নিরাপত্তার আঁটুনি। আজও বিকেল পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চক্ররেল পরিষেবা।
15 January 2025, 08:30 AM
SSC Recruitment: ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মামলার শুনানি আজ। বেলা দুটোর সময় সুপ্রিম কোর্টে হবে সেই শুনানি। শুনানির দিকে তাকিয়ে ওয়াই চ্যানেলের আন্দোলনকারীরা। ২৭ ডিসেম্বর ২০২৪ সাল থেকে ওয়াই চ্যানেলে অবস্থান করছেন ওইসব আন্দোলনকারীরা। সকাল থেকেই শুনানি ঘিরে প্রত্যাশার আবহ।