16 January 2025, 19:30 PM
Mamata Banerjee: সোমবার মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জানুয়ারি মালদহে কর্মসুচি মুখ্যমন্ত্রীর। ২০ তারিখ বহরমপুরে যাবেন তিনি। এবং সেই রাতেই মালদহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাত্রিবাস করবেন। মালদহে একেরপর যে ঘটনা ঘটেছে সেই আবহে মুখ্যমন্ত্রীর এই ৪ দিনের সফর অতন্ত্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
16 January 2025, 09:45 AM
SLST: শিক্ষকদের নিয়োগ বাতিল মামলায় পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি বেলা ২ টোয়। যতদিন বিচার পাচ্ছি না ততদিন রাজপথ ছাড়ছি না। এই স্লোগান কে সামনে রেখে ওয়াই চ্যানেলে ধর্মামঞ্চের উপস্থিতির হার কিছুটা সংক্ষেপ করলেন SLST চাকরিহারা আন্দোলনকারীরা। তাদের সবাইকে এখনও স্কুলে যেতে হয় এবং হাজিরা খাতায় সই করতে হয়। নাহলে জানুয়ারির বেতন আটকে যাবে। তাই আজ থেকে ২৭ তারিখ পর্যন্ত সবাই মিলে অবস্থান না করে রিলে অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো প্রতিদিন ৫০ থেকে ১০০ জনের ন্যূনতম উপস্থিতি রাখতে বলা হয়েছে। দেশের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখেও রাজপথ ছাড়তে নারাজ চাকরি হারা রা।
16 January 2025, 09:45 AM
Birbhum: দুবরাজপুরে পাচারের আগেই আটক ১০ কুইন্টাল অবৈধ কয়লা। গ্রেফতার একজন। পাচারের আগেই অবৈধ কয়লা আটক করল দুবরাজপুর থানার পুলিস। গ্রেপ্তার একজন। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে। প্রায় ১০ কুইন্টাল অবৈধ কয়লা বস্তায় বস্তায় ভরে বস্তার মুখ বেঁধে যন্ত্রচালিত ভ্যানে চাপিয়ে তার উপর ভালোভাবে ত্রিপল ঢাকা দিয়ে পাচার করা হচ্ছিল। এমনভাবে অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল যেন যন্ত্রচালিত ভ্যানে সবজি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের চোখে ফাঁকি দিতেই তারা এই ভাবে পাচার করছিল।
16 January 2025, 09:45 AM
Malbazar: গরম কি ঠান্ডা, কোন ভাবেই হাতির হানা বন্ধ হচ্ছে না ডুয়ার্সে। ধানের সময় হাতির দল খেয়েছে জমির ধান। আর এবার জমির সব্জি এবং আলুও বাদ গেল না হাতির হাত থেকে। এর আগে হাতির হানায়, ধান চাষীরা লোকসানের মুখে দেখেছিল । সেই লোকসান সামাল দিতে চাষ করা হয়েছে আলু কিন্তু আলুর খেতও রেহাই দিচ্ছে না হাতি। আলু খেতে এসেও আলু নষ্ট করছে হাতির দল। এতেই এক প্রকার দিশেহারা হয়ে পড়ছে কৃষকেরা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়ার জয়ন্তী ভিলেজ এলাকা হাতির হানায় নষ্ট হলো জমির আলু। এখানকার কৃষক রফিক আলম ও পলাশ মোহাম্মদ এবার ১২ বিঘা জমিতে আলু সহ অন্যান্য সবজি চাষ করেছিলেন। কিন্তু রাতে আলু খেতে এসে আলুর ক্ষেত নষ্ট করে দিলো হাতি । রাতে সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি চলে আসে জয়ন্তী ভিলেজে এলাকায়। হাতিটি কৃষকদের দেড় দু বিঘার আলুর ক্ষেত নষ্ট করে দেয়। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকার হাতটি ফের ওই এলাকা থেকে জঙ্গলে চলে যায় । ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানায় হাতির হানার জন্য ধান ঘরে তুলতে পারি নি । সেই লোকসান সামাল দিতে আলু চাষ করা হয়েছে।রাতের অন্ধকারে যেভাবে হাতি আলু খেতে এসে আলু নষ্ট করেছে তাতে আমাদের লোকসানের সম্মুখীন হতে হবে। এলাকায় হাতির হানা রুখতে বন কর্মীদের নিয়মিত টহলদারি দাবি জানিয়েছেন কৃষকেরা। এব্যাপারে খুনিয়া বন দপ্তর জানিয়েছেন বন কর্মিরা নিয়মিত টহল দিচ্ছে সবর্ত্র। এখন থেকে এই এলাকাতেও টহলদারি বারানো হবে।
16 January 2025, 09:45 AM
Malbazar: গরম কি ঠান্ডা, কোন ভাবেই হাতির হানা বন্ধ হচ্ছে না ডুয়ার্সে। ধানের সময় হাতির দল খেয়েছে জমির ধান। আর এবার জমির সব্জি এবং আলুও বাদ গেল না হাতির হাত থেকে। এর আগে হাতির হানায়, ধান চাষীরা লোকসানের মুখে দেখেছিল । সেই লোকসান সামাল দিতে চাষ করা হয়েছে আলু কিন্তু আলুর খেতও রেহাই দিচ্ছে না হাতি। আলু খেতে এসেও আলু নষ্ট করছে হাতির দল। এতেই এক প্রকার দিশেহারা হয়ে পড়ছে কৃষকেরা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়ার জয়ন্তী ভিলেজ এলাকা হাতির হানায় নষ্ট হলো জমির আলু। এখানকার কৃষক রফিক আলম ও পলাশ মোহাম্মদ এবার ১২ বিঘা জমিতে আলু সহ অন্যান্য সবজি চাষ করেছিলেন। কিন্তু রাতে আলু খেতে এসে আলুর ক্ষেত নষ্ট করে দিলো হাতি । রাতে সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি চলে আসে জয়ন্তী ভিলেজে এলাকায়। হাতিটি কৃষকদের দেড় দু বিঘার আলুর ক্ষেত নষ্ট করে দেয়। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকার হাতটি ফের ওই এলাকা থেকে জঙ্গলে চলে যায় । ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানায় হাতির হানার জন্য ধান ঘরে তুলতে পারি নি । সেই লোকসান সামাল দিতে আলু চাষ করা হয়েছে।রাতের অন্ধকারে যেভাবে হাতি আলু খেতে এসে আলু নষ্ট করেছে তাতে আমাদের লোকসানের সম্মুখীন হতে হবে। এলাকায় হাতির হানা রুখতে বন কর্মীদের নিয়মিত টহলদারি দাবি জানিয়েছেন কৃষকেরা। এব্যাপারে খুনিয়া বন দপ্তর জানিয়েছেন বন কর্মিরা নিয়মিত টহল দিচ্ছে সবর্ত্র। এখন থেকে এই এলাকাতেও টহলদারি বারানো হবে।
16 January 2025, 09:45 AM
Malda: ছাগল নিয়ে বচসা থামাতে গিয়ে আক্রান্ত এক বৃদ্ধ। ধারাল অস্ত্রের আঘাতে জখন বৃদ্ধ। ভর্তি করা হল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি মালদার চাঁচল থানার অন্তর্গত সতী সদরপুর এলাকায়। আক্রান্ত বৃদ্ধ নাম বাজারু দাস। গ্রাম্য বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বৃদ্ধ। চায়ের দোকানে ঢুকে বৃদ্ধকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাত্রে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল থানার অন্তর্গত সতী সদরপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ। জানা যায়, বাড়ির পাশে চায়ের দোকানে প্রতিবেশের সঙ্গে আরেক প্রতিবেশীর ছাগল নিয়ে বচসা চলছিল, সেই বচসা মেটাতে গিয়েছিলেন আক্রান্ত বৃদ্ধ বাজারু দাস। এরপরই প্রতিবেশী যুবক অভিজিৎ দাস ৬০ ঊর্ধ্ব বৃদ্ধের উপর ছুরি চালায়। গলায় এবং গালে একের পর এক ছুরির কোপ। ঘটনায় গুরুতরভাবে জখম আক্রান্ত বৃদ্ধ, আক্রান্ত বৃদ্ধকে নিয়ে আসা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।
16 January 2025, 09:45 AM
Purulia: পরপর ১৬ দিন পার । এখনও অধরা বাঘ। রেডিওকলারহীন বাঘের সঠিক অবস্থান নিয়ে ধোঁয়াশায় রয়েছে ঝাড়খণ্ড ও বাংলার বনবিভাগ । কখনো বান্দোয়ানের কেশরা, রাইকা, যমুনাগড়া, লাউপালে আবার কখনও মানবাজার দু নম্বর ব্লকের নেকড়ে, বডগোড়ায় মিলেছে বাঘের পায়ের ছাপ। প্রতিদিন একটার পর একটা জঙ্গল পেরিয়ে নিজের অবস্থান পরিবর্তন করছে বাঘটি । বাঘের গতিবিধির উপর নজর রাখতে পুরুলিয়ায় বান্দোয়ান ও মানবাজার ২ নম্বর ব্লকের বিভিন্ন জঙ্গলে লাগানো হয়েছে প্রায় ৩০ টিরও বেশি নাইট ভিশন ট্র্যাপ ক্যামেরা । একইভাবে ঝাড়গ্রামের বেলপাহাড়ির বাঁশপাহাড়ি বনাঞ্চলের প্রায় ৫০ টি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে । কিন্তু সেই ক্যামরায় বাঘের ছবি ধরা পড়েনি । ছাগল এবং শুকর দিয়ে একাধিক টোপ পাতা হলেও সেই টোপে পা দেয়নি বাঘটি । গত দুদিন আগে বড়গোড়া ও নেকড়ে এলাকায় বাঘের উপস্থিতির নমুনা হিসেবে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তারপর থেকে বাঘের সঠিক অবস্থান হিসেবে নতুন করে পায়ের ছাপ পাওয়া যায়নি । আজ সকাল থেকে পায়ের ছাপের খোঁজে নেমেছে বন দপ্তর। পুরুলিয়ার বন দপ্তর, সুন্দরবন টাইগার রিজার্ভের টিম, ঝাড়গ্রামের বন দপ্তর, ঝাড়খণ্ডের বন দপ্তর একত্রিত হয়ে বাঘকে বাগে আনার চেষ্টা চালালেও সমস্ত প্রচেষ্টা বিফলে যাচ্ছে । জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । এলাকায় মোতায়েন করা হয়েছে বন কর্মীদের টিমকে ।