19 January 2025, 11:00 AM
Jalpaiguri: ওপার বাংলায় ইউনুস সরকারের পত্তনের পর সনাতনী সংখ্যালঘুদের উপর বেড়েছে অত্যাচার। সেই সব সহ্য না করতে পেরে অনেকেই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছে। অনুপ্রবেশে ঠেকাতে তৎপর সীমান্ত রক্ষী বাহিনী। সীমান্তে জারি হয়েছে লাল সতর্কতা। এরই মধ্যে চিন্তার কারণ হিসেবে উন্মুক্ত সীমান্ত। জমি-জটের কারণে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় দেওয়া যাচ্ছিল না কাঁটাতারের বেড়া। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আগ্রহী সীমান্ত রক্ষী বাহিনী। উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়া নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে বিএসএফ ও ব্লক প্রশাসনের কর্তারা। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নতুন বস্তি এলাকার গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন তারা।
19 January 2025, 08:45 AM
Malbazar: অবশেষে ধরা পড়ল ব্রাউন সুগারের চক্র। ধৃত ছেলে ও বাবা। স্থানীয় যুবক দীপ সরকার ও সমাজসেবী রমেশ সিং অভিযান চালিয়ে আজ হাতে নাতে ব্রাউন সুগার সহ গাঁজা। জানা যায় চালসার মঙ্গলবাড়ি এলাকার এক বাড়িতে অবৈধভাবে বিক্রি কড়া হচ্ছিল ব্রাউন সুগার সহ গাঁজা। এদিন দীপ সরকার ও সমাজসেবী রমেশ সিং ক্রেতা সেজে মঙ্গলবাড়ির সেই বাড়িতে যায়। ব্রাউন সুগার কেনার পর খবর দেওয়া হয় মেটেলি থানার পুলিশকে। ঘটনাস্থলে আসেন মেটেলি থানার আই সি মিংমা লেপচা। বাড়িতে অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে ২ গ্রাম ব্রাউন সুগার ও ৭২৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এদিন খবর চাউর হতেই ওই এলাকায় বহু মানুষের ভিড় হয়ে যায়।
19 January 2025, 08:45 AM
Medinipur Medical: স্যালাইনকাণ্ডে ১২জন চিকিত্সককে সাসপেনশনের জের। মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভ চিকিত্সকদের। প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান চিকিত্সকদের। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ অবস্থান। হাসপাতালের সুপার-সহ ১২জনকে সাসপেন্ড করা হয়।