West Bengal News LIVE Update: কবি নজরুল মেট্রোয় লাইনে মহিলার ঝাঁপ, ২০ মিনিট ধরে বন্ধ পরিষেবা...

West Bengal News LIVE Update: শহরে ফের দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুটি চালকের। গতকাল রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, দ্রুত গতিতে থাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা

Last Updated: Thursday, January 23, 2025 - 17:19
West Bengal News LIVE Update: কবি নজরুল মেট্রোয় লাইনে মহিলার ঝাঁপ, ২০ মিনিট ধরে বন্ধ পরিষেবা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

23 January 2025, 09:45 AM

Kalimpong: কালিম্পং জেলার সিটং এর কাছে কারমাট এলাকায় দুর্ঘটনা। এদিন একটি টিপার ট্রাক রাস্তা থেকে গড়িয়ে পরে খাদে। আর এতেই আহত চালক। স্থানিয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই এলাকার রাস্তার হাল এতটাই খারাপ যে প্রান হাতে করে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। দ্রুত রাস্তাটি মেরামত এর দাবি জানিয়েছেন স্থানিয় মানুষ।  যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানিয়রা জানিয়েছেন। উল্লেখ্য কিছুদিন আগে আলিপুরের চার পর্যটক এই রাস্তা দিয়ে যাবার সময় দুর্ঘটাগ্রস্থ হয়। এদিন আবার এই দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারন মানুষ।

 

23 January 2025, 09:45 AM

Chandannagar: চন্দননগর-জগদ্দল ফেরি সার্ভিস বন্ধ। ঘন কুয়াশার কারনে লঞ্চ চলছে না। যাত্রী সুরক্ষার জন্য ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে প্রশাসনের নির্দেশে জানান চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।

23 January 2025, 09:15 AM

Kolkata Accident: শহরে ফের দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুটি চালকের। গতকাল রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, দ্রুত গতিতে থাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা ছিটকে গাড়ির নিচেই পড়ে মৃত্যু স্কুটি চালক পার্থ দে। বাড়ি ট্যাংরা এলাকায়। দ্রুততার সঙ্গে পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করা হয়।

 

23 January 2025, 09:00 AM

Jalpaiguri: বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত জেলায়। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। ঠান্ডায় একটু শরীর গরম করে নিতে সকাল থেকেই মানুষজনকে আগুন পোহাতে লক্ষ্য করা যায়।

23 January 2025, 09:00 AM

Purulia: পুরুলিয়ায় রেডিওকলারহীন বাঘকে বাগে আনতে সব প্রচেষ্টাই ব্যর্থ। বর্তমানে ওই বাঘের অবস্থান ঝাড়খন্ডের দলমা ও ঘাটশিলা জঙ্গল লাগোয়া এলাকায় বলে মনে করছে বনবিভাগ। পুরুলিয়া - ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় বাঘের গতিবিধির উপর নজর রাখছে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ডের বনবিভাগ। সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে বন কর্মীরা । বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। বাঘকে খাঁচাবন্দি করতে ঝাড়খণ্ডের জঙ্গলে পাতা হয়েছে একাধিক ফাঁদ। তবুও ২৩ দিন পার হয়ে গেলেও সেই সমস্ত টোপে পা দিচ্ছে না বাঘটি । তাই বাঘকে ধরতে পরামর্শ নেওয়া হচ্ছে বাঘ বিশেষজ্ঞদের কাছ থেকে । ড্রোন ক্যামেরার মাধ্যমে বাঘের গতিবিধি চালানোর চেষ্টা চালাচ্ছে বন বিভাগ । আগামীদিনে পুরুলিয়া বান্দোয়ানের বা ঝাড়গ্রামের জঙ্গলে বাঘের প্রবেশের আশঙ্কাও একেবারেই উড়িয়ে দিচ্ছে না পুরুলিয়া ও ঝাড়গ্রামের বনবিভাগ । এলাকায় জারি রয়েছে সতর্কতা। জঙ্গলে রাত পাহারা দিচ্ছে বনকর্মীরা ।

23 January 2025, 09:00 AM

ED: ভুয়ো কল সেন্টার এবং সার্ভিস প্রভাইডার সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা। প্রতারনা চক্রের মূল পাণ্ডার বাড়ি সহ ১০ ঠিকানায় ইডি অভিযান। বিদেশি নাগরিকদের অভিবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে তোলা হয় কোটি কোটি টাকা। আটঘড়ার বাসিন্দা রাজেশ গোয়েনকা এই চক্রের পান্ডা বলে অনুমান ইডির। রাজেশ সহ তার একাধিক অ্যাসোসিয়েট এর বাড়ি এবং অফিসে অভিযান। বিদেশি নাগরিকদের এইভাবে প্রতারণা করে ৩০ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হাতিয়ে নেওয়া টাকা কে ক্রিপটো কারেন্সি তে কনভার্ট। সাইবার ফ্রড এবং আর্থিক তছরুপের জোড়া অভিযোগ এই চক্রের বিরুদ্ধে।