29 January 2025, 11:30 AM
Birbhum: আবারও তাজা বোমা উদ্ধার বীরভূমে। এবার তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিস। পুলিস সূত্রে খবর, নিরাময়ের টিবি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারের চৌবাচ্চা থেকে নাইলনের থলিতে ২৫ টি তাজা বোমা রাখা ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বোমাগুলো নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের টিমকে। তবে কে বা কারা এই বোমাগুলো রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিস। পরিত্যক্ত জঙ্গল ঘেরা এই কোয়াটারগুলোতে কারা আসা যাওয়া করছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জঙ্গল ঘেরা ফাঁকা জায়গায় থাকায় দুষ্কৃতীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে এই পরিত্যক্ত কোয়াটারগুলো। কোয়াটারের ভেতরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অসামাজিক লোকের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। যেখানে সেখানে পড়ে রয়েছে নেশা করার পর অবশিষ্টাংশ।
29 January 2025, 10:15 AM
Mahakumbh 2025 Stampede: মহাকুম্ভে অমৃত স্নান বন্ধ করে দিল আখাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল RAF। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৫ জনের দেহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কোতয়া যেতে হবে তা বুঝতে পারছিলেন না পুণ্যর্থীরা। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। তবে মৃত্যুর খবর স্বীকার করেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, কোনও গুজবে কান দেবেন না'। পুণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা মা গঙ্গার যে ঘাটের কাছে আছেন, সেখানেই স্নান করে নিন। সংগমের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। সংগমের প্রতিটি ঘাটে শান্তিপূর্ণভাবে স্নান-পর্ব চলছে। কোনও গুজবে একদম কান দেবেন না।'
29 January 2025, 10:15 AM
Guillain Barre Syndrome: গতকালই মুম্বাইয়ের পুণে থেকে, গিয়েন বার আক্রান্তদের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের ৭ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আক্রান্তদের রক্ত এবং মলের নমুনা সংগ্রহ করে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়েছে । আই সি এম আর সুত্রে খবর, সংগ্রহ করা নমুনার মধ্যে ৪০ শতাংশ গিয়েন বার সিন্ড্রোম এর উপস্থিতি দেখা গেছে। ২১ টি নমুনার মধ্যে, চারজনের মলে campylobacter jemini এর উপস্থিতি দেখা দিয়েছে। এছাড়াও কিছু জনের ক্ষেত্রে নোরো ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছে।
29 January 2025, 09:45 AM
Madhamgram: মারধর ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর আভিযোগে গ্রেফতার মোহন পুর পঞ্চায়েতের মেম্বার। তৃণমূল নেতা ও প্রসিদ্ধ বিরিয়ানি ব্যাবসায়ীর অনির্বাণ দাস। বিশ্বজিত দত্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ঘর ভাড়া নিয়ে ছিলেন তিনি। ভাড়ার মেয়াদ শেষ হলেও তিনি ঘর ছাড়েননি। এই নিয়ে তার সাথে বচসা হয়। অভিযোগ সেই সময় অনির্বাণ বিশ্বজিত দত্ত কে মারধর করে। এমনকি তার সাথে থাকা নিরাপত্তা রক্ষীর কাছ থেকে বন্ধুক নিয়ে তাকে ভয় দেখায়। অভিযোগ হয় মধ্যমগ্রাম থানায়। এরপর অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল করে দাবি যেটা হয়েছে সেটা রাজনৈতিক কোন ঘটনা নয়। তবে মারপিট করাটা অন্যায় খোঁজ নেওয়া হবে
29 January 2025, 09:45 AM
Purulia: অবৈধ ভাবে নকল বিদেশী মদ তৈরির ঠেকে হানা পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ বাহিনীর । পুরুলিয়ার নিতুড়িয়া থানার সরবড়ি মোড়ের অদূরে গতকাল রাত থেকে চলছে এই অভিযান। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। পুলিশ সূত্রে খবর, অবৈধ ভাবে বিপুল পরিমাণ নকল বিদেশী মদের কারবার চলত ওই ঠেকে। এই খবর আসতেই ওই এলাকায় হানা দেয় পুলিশ ও আবগারি দপ্তর । বিপুল পরিমাণ মদের বোতল বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর । বেশ কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
29 January 2025, 09:00 AM
Sundarbons: সুন্দরবনে গত ২২ জানুয়ারি শুরু হয়েছিল তৃতীয় বর্ষের পাখি উৎসব। শেষ হল আজ। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ কে নিজেদের দ্বিতীয় বাসভূমিতে পরিণত করেছে পরিযায়ী পাখিরা।কানাডা,থাইল্যান্ড, রাশিয়া,ইউরোপ,সাইবেরিয়া’র হাঁড়হীম করা ঠান্ডা থেকে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে মনোরম পরিবেশে দিন কাটাতে সুন্দরবনের দ্বীপগুলি আদর্শ জায়গা হয়ে উঠেছে পরিযায়ী পাখিদের।বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে ক্রমশ বাড়ছে পরিযায়ী পাখিদের সংখ্যা।উল্লেখ্য প্রথম বর্ষে পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বনদফতর জানিয়েছিলন,সুন্দরবনে ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা।প্রথম বার তিন দিন ধরে এই উৎসব চলেছিল। দ্বিতীয় বার সেই উৎসব চার দিন চলেছি।চলতি বছরে তৃতীয় বর্ষের এই উৎসব পাঁচদিন হয়।প্রথম বছর ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করেছিলেন,দ্বিতীয় বছর ৮টি দলকে অনুমতি দেওয়া হয়েছিল।তৃতীয় বছর অর্থাৎ ২০২৫ এ ৬ টি দলের মোট ২৪ জনকে অনুমতি দেওয়া হয়ছিল। বনদফতরের গত বছর ৮৭৭৬ টি পাখির দেখা মিলেছিল। এবার সংখ্যা বেড়ে প্রায় চারগুণ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী চলতি শীতের মরশুমে ৩১৯২৬টি পাখি সুন্দরবনে এসেছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সমীক্ষার রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ১২টি বিরল প্রজাতির পাখি দেখা গিয়েছে। যেমন, ইউরেশিয়ান কার্লিউ, লেসার স্যান্ড প্লুভার, কমন রেড শ্যাঙ্ক, সাত ধরনের মাছরাঙা, ব্রাউন ও ব্ল্যাক হেডেড গাল ইত্যাদি। এছাড়াও প্যাসিফিক গোল্ডেন প্লুভার, গ্রেট নট, ব্লু উইঙ্গড পিটা সহ নানা ধরনের পাখির কলরবে মুখর সুন্দরবনের বনজঙ্গল। এবার সবমিলিয়ে ১৫৪ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনের জঙ্গলের কোর এলাকা থেকে বাফার জোনে বেশি দেখা গিয়েছে তাদের। টাইগার রিজার্ভ সূত্রে খবর,সুন্দরবনের ন্যাশান্যাল পার্ক ওয়েষ্ট এ ৮১ প্রজাতি,কলস দ্বীপে ৯৫,ন্যাশান্যাল পার্ক ইষ্ট এ ৭০,সজনেখালি ৬৪,মাতলা ১০৮, বসিরহাট ৭৩ প্রজাতির পাখির দেখা মিলেছে। ছ’টি রেঞ্জ এলাকায় তিনদিন ধরে সমীক্ষা চালানো হয়েছিল। তার মধ্যে মাতলা রেঞ্জে সবথেকে বেশি অর্থাৎ ১০৮ প্রজাতির পাখি দেখেছেন উৎসবে সামিল হওয়া পক্ষীপ্রেমীরা।
29 January 2025, 09:00 AM
Jalpaiguri: কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় আলো জ্বালিয়ে ধীর গতিতে যান চলাচল। বুধবার ভোর থেকেই কুয়াশায় ঢুকেছে উত্তরের গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত জলপাইগুড়ি তে।কনকনে ঠান্ডায় জুবুথুবু জেলা বাসী। ঠান্ডায় শরীর গরম করে নিতে অনেকেই আগুন পোহাতে দেখা যায়। কয়েকদিন ধরেই কুয়াশা আর শীত লক্ষ্য করা যায় জেলায়। তবে বেলা বাড়লে সূর্যের দেখা মেলে। গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি।
29 January 2025, 09:00 AM
Kolkata Robbery: গতকাল ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় দুঃসাহসিক ডাকাতি। ৪৬ সি , রফি আহমেদ কিডওয়াই রোডে প্রযোজনা সংস্থার অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সন্ধের সাড়ে সাতটা নাগাদ তিনজন লোক মাথায় হেলমেট পরা অবস্থায়, দৃষ্টি শ্রী আর্টস প্রাইভেট লিমিটেড এর অফিসে ঢোকে। অফিসে উপস্থিত দুজন কর্মীকে ধারালো অস্ত্র দেখিয়ে মারধর করে। সমস্ত অফিস খোঁজাখুঁজির পর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাদের পিছনে ধাওয়া করেও ধরা যায়নি। পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংস্থার কর্ণধার। পুলিস ইতিমধ্যেই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এক প্রত্যক্ষদর্শী জি ২৪ ঘণ্টাকে জানালেন তিনি সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ দুই জন হেলমেট পরিহিত যুবককে রফি আহমেদ কিদোয়াই রোডের ক্রসিং থেকে দুই দিকে পালাতে দেখেন। এরমধ্যে একজন পার্ক স্ট্রিটের দিকে এবং অন্যজন নিউ মার্কেটের দিকে পালায়। কিন্তু তাদের হাতে ব্যাগ ছিল না। তাহলে কি সেই মুহূর্তে ব্যাগ নিয়ে অন্য কেউ অন্যদিকে পালিয়েছিল? তিন যুবকের এই এলাকার রাস্তার আঁটঘাট আগে থেকেই জানা ছিল বলে সূত্রের খবর। সেক্ষেত্রে রেইকি করা হয়েছিল এমন তত্ত্বও উঠে আসছে। বিল্ডিং টি আগাগোড়া সিসিটিভি ক্যামেরার সারভাইল্যান্স মোড়া। সেখানে ঢোকা বেরোনোর ফুটেজ রেকর্ড হবে এটা জেনেই নিজেদের লুকোতে দুষ্কৃতীরা শুরু থেকে শেষ পর্যন্ত হেলমেট পড়েছিল বলে তদন্তকারীদের অনুমান।