17 January 2025, 11:30 AM
Road Remain Closed: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া হবে। এজন্য আরও ৩ দিন রেড রোড-লাগোয়া একাধিক রাস্তায় ভোর ৪ টে থেকে সকাল ৯ টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে সমস্ত রকম যান চলাচল। এই রাস্তা গুলি হল-- হসপিটাল রোড পূর্ব এবং পশ্চিম, লাভারস লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশি গেট রোড, খিদিরপুর রোড, রেড রোড, রাণি রাসমণি অ্যাভিনিউ সাউথ বাউন্ড, কিংস ওয়ে।
17 January 2025, 07:45 AM
Road Accident: বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় আহত হন তাঁর সঙ্গী আর এক যুবক। বৃহস্পতিবার রাতে বর্ধমান-কাটোয়া রোডের নেড়োদিঘি মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিস। মৃত যুবকের নাম প্রিন্স মালাকার (২০)। আহতের নাম রাহুল হালদার। দু'জনেরই বাড়ি মির্জাপুরে।