১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কমিশনের সামনে ধরনায় সৌমিত্র খাঁ
অন্যদিকে, বিজেপি কর্মীকে থানা থেকে ছেড়ে দেওয়ার দাবিতে ধরনায় বসেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।
![১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কমিশনের সামনে ধরনায় সৌমিত্র খাঁ ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কমিশনের সামনে ধরনায় সৌমিত্র খাঁ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/09/191664-soumitra.jpg)
নিজস্ব প্রতিবেদন: ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
তাঁর দাবি, ভোট লুঠের চেষ্টা চলছে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে। মানুষ যাতে সুষ্ঠভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। যতক্ষন না পর্যন্ত এই ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরনা চলবে বলেও জানিয়েছেন তিনি।
ভোট পরবর্তী হিংসা উত্তরপাড়ায়, পোলিং এজেন্টকে মারের পাল্টা তৃণমূলের কার্যালয় 'ভাঙচুর' সিপিএমের
অন্যদিকে, বিজেপি কর্মীকে থানা থেকে ছেড়ে দেওয়ার দাবিতে ধরনায় বসেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বুধবার রাত পর্যন্ত বালিগঞ্জ থানার সামনে স্লোগান দিতে থাকেন তাঁরা। নেপাল মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাঁকে ছাড়া হচ্ছে ধরনা চলবে।
স্ত্রীকে কটূক্তিতে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী
প্রসঙ্গত, গত রবিবার দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী চন্দ্র বোসের হয়ে মিছিল করছিলেন বিজেপির সদস্যরা। সেখানে বিজেপির নেপাল মন্ডলও ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সদস্যরা। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
বিজেপির এক মোর্চা মহিলা সদস্য বলেন, ''তৃণমূলের কাউকে গ্রেফতার করল না। অথচ, বিজেপির নেপাল মন্ডলকে গ্রেফতার করল পুলিশ।''