মনোনয়ন পেশের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয় : কমিশন
আজই প্রথম দফার ভোটের জন্য নোটিফিকেশন জারি হচ্ছে ।
![মনোনয়ন পেশের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয় : কমিশন মনোনয়ন পেশের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয় : কমিশন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/18/181414-181119-aaa.jpg)
নিজস্ব প্রতিবেদন : মনোনয়ন পেশের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়ন পেশের দিনগুলোতে অশান্তির অভিযোগ ওঠে। বহু ক্ষেত্রে বিরোধী প্রার্থীদের অভিযোগ ছিল যে, তাঁদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। কিন্তু লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না। এমনটাই মনে করছে কমিশন।
আরও পড়ুন, টোটোয় চড়ে মন্দির-মসজিদ-গির্জা ঘুরে সম্প্রীতির বার্তা দিয়ে প্রচার শুরু সুব্রতর
কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনে মনোনয়ন পেশের সময় এর আগে কখনওই সেভাবে কোন ঝামেলা হয়নি । এমনকি বাধা দেওয়ারও অভিযোগ ওঠেনি । তাই কমিশন এবারও মনোনয়নের সময় বাহিনী মোতায়েন করতে চাইছে না। উল্লেখ্য, আজই প্রথম দফার ভোটের জন্য নোটিফিকেশন জারি হচ্ছে ।
আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে বাঁকুড়ায় ডাক্তারবাবুর বাড়িতে উঠলেন মন্ত্রী সুব্রত
প্রথম দফার ভোট ১১ এপ্রিল। সেদিন ২টি কেন্দ্রে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হল ২৫ মার্চ। স্ক্রুটিনি ২৬ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ।