বাংলায় পা দেওয়ার আগেই বাংলায় টুইট মোদীর, সম্বোধনে অনুসরণ স্বামী বিবেকানন্দকে
অমিত শাহের সভার ঠিক ৫ দিনের মাথায় এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন : বিজেপির নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আজ প্রথমে শিলিগুড়িতে, তারপর কলকাতায় ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। এদিকে, রাজ্যে পা রাখার আগেই বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী। টুইটে রাজ্যবাসীকে 'প্রিয় বোনেরা ও ভাইয়েরা' বলে উল্লেখ করে মোদী লিখেছেন, তিনি কিছু বক্তব্য রাখতে চান। মোদী লিখেছেন,
পশ্চিম বাংলার প্রিয় বোনেরা ও ভাইয়েরা।
আমি আজ আপনাদের রাজ্যে আসছি।
আমি শিলিগুড়ি এবং কলকাতাতে জনসভায় আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে চাই।
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 3, 2019
পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। মানুষের দৃঢ় ভরসা , রাজ্যের মানুষের সমস্যার সমাধান করতে ও স্বচ্ছ সরকার গড়তে শুধুমাত্র আমাদের দল পারে। @BJP4Bengal
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 3, 2019
উল্লেখ্য, সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। পশ্চিমবঙ্গে পদ্মবাগান তৈরিতে মরিয়া বিজেপি নির্বাচনী প্রচারের শুরু থেকেই অল আউট অ্যাটাকে নেমেছে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে। ২৯ মার্চ আলিপুরদুয়ারের সভা থেকে এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সময় শেষ' বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দাবি করেছেন, বাংলায় এবার বিজেপি ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৩টি আসন পাবে বলে। অমিত শাহের সভার ঠিক ৫ দিনের মাথায় এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।