জলসায় গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর, উত্তেজনা সুজাপুরে

জলসাকে কেন্দ্র করে উত্তেজন ছড়াল মালদার কালিয়াচকের সুজাপুরে। প্রথমে দুষ্কৃতী তাণ্ডব, তারপর ক্ষিপ্ত গ্রামবাসীদের গণপিটুনিতে দুই দুষ্কৃতীর মৃত্যু। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Updated By: Dec 9, 2017, 12:57 PM IST
জলসায় গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর, উত্তেজনা সুজাপুরে

নিজস্ব প্রতিবেদন : জলসাকে কেন্দ্র করে উত্তেজন ছড়াল মালদার কালিয়াচকের সুজাপুরে। প্রথমে দুষ্কৃতী তাণ্ডব, তারপর ক্ষিপ্ত গ্রামবাসীদের গণপিটুনিতে দুই দুষ্কৃতীর মৃত্যু। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সুজাপুরে জলসার আসর বসেছিল। হঠাত্ করে সেই জলসায় ঢুকে পড়ে স্থানীয় দুষ্কৃতী সাদিকুল। অবিলম্বে আসর বন্ধ করার হুমকি দেয় সে। কিন্তু গ্রামবাসীরা সাফ জানিয়ে দেয় কোনওমতেই জলসা বন্ধ হবে না। এরপরই সাদিকুল এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে বলে অভিযোগ। পাল্টা চড়াও হয় ক্ষিপ্ত গ্রামবাসীরাও। গণপিটুনিতে মৃত্যু হয় সাদিকুল ও তার ভাইয়ের। অভিযোগ কোদাল দিয়ে পেটানো হয় তাদের।

এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল সাদিকুলের বিরুদ্ধে। স্থানীয় এক হাতুড়ে ডাক্তার খুনের মামলায় অভিযুক্ত ছিল সাদিকুল। কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছিল সে।

আরও পড়ুন, আফরাজুলের বাড়িতে তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা, বিচারের দাবিতে সরব পরিবার

.