Mahakumbh 2025: মহাকুম্ভে ফের বাঙালির মৃত্যু! প্রয়াগরাজের পথেই দুর্ঘটনায় বলি ৩...

Mahakumbh 2025: প্রয়াগরাজ কুম্ভ মেলায় পুণ্য স্নান করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু। খোঁজ নিয়ে জানা যাচ্ছে তাঁদের বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামের তিন পুণ্যার্থীর...

Updated By: Feb 11, 2025, 02:01 PM IST
Mahakumbh 2025: মহাকুম্ভে ফের বাঙালির মৃত্যু! প্রয়াগরাজের পথেই দুর্ঘটনায় বলি ৩...

মনোরঞ্জন মিশ্র: মহাপুন্যের আশায় দলে দলে ভীড় জমাচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলায়। এই পুন্য স্নান করতে গিয়েই মৃত্যু হয়েছে পুরুলিয়ার তিনজন পুণ্যার্থীর। সামনে মাঘী পূর্ণিমা আর সেজন্যই প্রয়াগরাজ কুম্ভ মেলায় ভীড় উপচে পড়ছে। পুন্য সঞ্চয় করার আশায় ভীড়ের সাগরেই ডুব দিতে দলে দলে হাজির হচ্ছেন পুন্যার্থীরা।

আরও পড়ুন: Madhyamik Exam 2025: উধাও মাধ্যমিক পরীক্ষার্থী! খোঁজ পেতে মরিয়া পরিবার...

প্রয়াগরাজ কুম্ভ মেলায় পুণ্য স্নান করতে গিয়ে প্রয়াগরাজ এলাকাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার বাসিন্দা তিনজন পুণ্যার্থীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে প্রয়াগরাজ এলাকায়। মৃতদের নাম জাগরি মাহাতো (৪৫), আল্পনা মাহাতো (৪৪) এবং কুন্তি মাহাতো (৬৫)। তাঁদের বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামে। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন তারা। আজ সকালে পরিবার লোকজনেরা খবর পান ওই তিনজন মহিলারই পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই খবর গ্রামে আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। 

আরও পড়ুন: Woman Torture: দ্বিতীয় বিয়ে করে স্বামী! প্রতিবাদ করায় নারকীয় অত্যাচার স্ত্রীর উপর, জানলে গা শিউড়ে উঠবে..

অমৃতের সন্ধানে দলে দলে ভীড় জমাচ্ছেন প্রয়াগরাজের কুম্ভ মেলায়। পুন্য স্নান চলছে ১৪ জানুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তার ওপর সামনে ১৪৪ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে মাঘী পূর্ণিমার মহাপুন্য স্নানযাত্রা। এই পুন্য লাভের আশায় দূর দূর থেকে ছুটে আসছে শত শত পুণ্যার্থীর দল। তেমনই ছুটে এসেছিলেন পুরুলিয়ার বাসিন্দা তিনজন বাসিন্দা কিন্তু ভাগ্যের ফেরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের এবং এই খবর তাঁদের গ্রামে পৌঁছাতেই তাঁদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.