আত্মীয়ের ঘাট কাজ সারতে এসে মহানন্দায় তলিয়ে গেল আট বছরের খুদে
স্নান করতে গিয়েই তলিয়ে যায় রিয়া। খোঁজাখুজি চললেও দেহ মেলেনি এখনও।
![আত্মীয়ের ঘাট কাজ সারতে এসে মহানন্দায় তলিয়ে গেল আট বছরের খুদে আত্মীয়ের ঘাট কাজ সারতে এসে মহানন্দায় তলিয়ে গেল আট বছরের খুদে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/20/193586-mohanondariver.jpg)
নিজস্ব প্রতিবেদন: গঙ্গায় ঘাট কাজ করতে এসে তলিয়ে গেল চতুর্থ শ্রেণীর ছাত্রী। সোমবার পরিবারের লোকেদের সঙ্গে শিলিগুড়ি ফুলবাড়ি সংলগ্ন মহানন্দা নদীতে জেঠীমার ঘাট কাজ করতে এসেছিল বছর আটের খুদে রিয়া শীল। এরপর স্নান করতে গিয়েই তলিয়ে যায় রিয়া। খোঁজাখুজি চললেও দেহ মেলেনি এখনও।
আরও পড়ুন: ভোট দেওয়া হল না, বেরনোর আগেই পণের দাবিতে খুন বছর কুড়ির যুবতী
আত্মীয়রা জানিয়েছেন প্রথমে রিয়া নদীর দিকে একা চলে যাওয়ায় পুরোহিত তাকে টেনে নিয়ে আসেন। ফের নদীতে স্নান করতে চলে যায় সে। বাবা তাকে বাঁচানোর চেষ্টা করলে তারও ডুবে যাবার উপক্রম হয়। কোনক্রামে খুদের বাবাকে বাঁচানো গেলেও। খুদেটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এরপর ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ, দমকল বিভাগের কর্মী ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও মেয়েটিকে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে মহানন্দা নদীতে।