'চাকরির লিখিত আশ্বাস না পেলে সমাধিস্থ করা হবে না', মইদুলের শেষবিদায়ে উত্তেজনা কোতুলপুরে
অন্যদিকে মইদুলের স্ত্রী-মেয়েসহ পরিবারের সকলেই এখন চাইছেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রশাসনের লোকেরা এসে তাঁদের কর্ম সংস্থানের ব্যবস্থা করুক।
!['চাকরির লিখিত আশ্বাস না পেলে সমাধিস্থ করা হবে না', মইদুলের শেষবিদায়ে উত্তেজনা কোতুলপুরে 'চাকরির লিখিত আশ্বাস না পেলে সমাধিস্থ করা হবে না', মইদুলের শেষবিদায়ে উত্তেজনা কোতুলপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/16/306597-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: চোখের জলে বাম যুবকর্মীকে শেষ বিদায় কোতুলপুরের। গ্রামবাসীদের একাংশের অভিযোগ দেখা মেলেনি প্রশাসনের। ডিওয়াইএফআই নেতৃত্বকে নিয়েও ক্ষোভ রয়েছে পরিবারে। আজ মইদুলের মৃত্যুর ঘটনায় জেলায় জেলায় বামেদের থানা ঘেরাও কর্মসূচি রয়েছে।
অন্যদিকে মইদুলের স্ত্রী-মেয়েসহ পরিবারের সকলেই এখন চাইছেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রশাসনের লোকেরা এসে তাঁদের কর্ম সংস্থানের ব্যবস্থা করুক। পরিবারের লোকেরা বলছেন যতক্ষণ প্রশাসনের লোকেরা এসে চাকরির ব্যবস্থা করছেন বা লিখিত আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ সমাধিস্থ করা হবে না মইদুলের দেহ। সবমিলিয়ে মৃতের বাড়িতে উত্তেজনা বাড়ছে।
উল্লেখ্য, মইদুলের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্ত চায় সিপিএম। দাবি জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে মামলার সিদ্ধান্ত নিয়েছে দল। ময়নাতদন্ত নিয়ে পুলিস যে বয়ান দিয়েছে, তাতে সন্তুষ্ট নয় বামেরা। তাদের দাবি, পুলিসের বিরুদ্ধেই যখন অভিযোগ, তখন পুলিস কেন তদন্ত করবে? পুলিস কমিশনার-সহ একাদিক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত। এখানেই থেমে নেই, পুলিসকর্মীর ওপর হামলার কারণে পালটা FIR দায়ের করেছে তালতলা থানার পুলিস।