বালির পর এবার নদীর পাথরও তুলে নিচ্ছে মাফিয়ারা, অভিযান চালিয়ে আটক মাটি খোঁড়ার যন্ত্র
মাল ব্লকের ঘীস নদীতে এমনই অভিযান চালিয়ে বড় বড় চালুনি, জেসিপি আটক করল মালবাজার পুলিস
Dooars: ডুয়ার্সের বিভিন্ন নদীতে অভিযান শুরু করল প্রশাসন। কারন ইদানিং দেখা যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে বেআইনি ভাবে হ্যান্ড ক্যাসার বসিয়ে পাথর তুলে নিচ্ছে কিছু ব্যবসায়ী। নদীতেই বড় বড় চালুনিতে, বালি চেলে তুলে নেওয়া হচ্ছে পাথর।
মাল ব্লকের ঘীস নদীতে এমনই অভিযান চালিয়ে বড় বড় চালুনি, জেসিবি আটক করল মালবাজার পুলিস। বুধবার গোপন সুত্রে খবর পেয়ে ঘীস নদীতে অভিযান চালায় মালবাজার পুলিস। মালবাজার থানার আইসি সুজিত লামার নেতৃত্বে চলে ওই অভিযান। অভিযানে ৪টি বড় বড় চালুনি এবং একটি জেসিপি আটক করেছে পুলিস।
নদীতে পাথর তোলার কাজ করতেন রমজান আলী, পারচু ওঁড়াও, রাজকুমার ওঁড়াও। তাদের বক্তব্য বহুবছর ধরে আমরা নদীতে ছোট চালুনি দিয়ে বালি পাথর চালুনি করি। আর সেই বালি পাথর চেলে যে টাকা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে। কিন্তু ইদানিং দেখছি কিছু ব্যাবসায়ী নদীর বুকে বড় বড় চালুনি বসিয়ে বালি পাথর তুলছে। এতে আমাদের বালি, পাথর আর কেউ নিচ্ছে না। আমাদের মত ৪০০-৫০০ শ্রমিক বেকার হয়ে বসে আছি। তাই বুধবার পুলিশ প্রশাসন এর উদ্যোগে বড় বড় চালুনি ভেঙে দেয়। আটক করে একটি জেসিবিও।
মালবাজার পুলিশ প্রশাসন সুত্রে জানা গেছে, এই ভাবে যারাই নদীর বুকে বেআইনি যারা কাজ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-''রমজানে অ-মুসলিমরা কি উপোস করবে?'' দিল্লিতে মাংসের দোকান বন্ধের বিরুদ্ধে সবর ওমর