Malda Child Missing: ভয়ংকর! স্নানে গিয়ে খোলা ঢাকনার ফাঁক গলে নর্দমায় ৬ বছরের খুদে, তারপর...
অভিযোগ নর্দমার কোনও ঢাকনা ছিল না। নর্দমায় ঢাকনা না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে। মসজিদের সামনের নর্দমার একটি ঢাকনা খোলা হয় সংস্কার কাজের জন্য। সেই ফাঁক দিয়েই গলে গিয়েছে সিদ্দিকা।
![Malda Child Missing: ভয়ংকর! স্নানে গিয়ে খোলা ঢাকনার ফাঁক গলে নর্দমায় ৬ বছরের খুদে, তারপর... Malda Child Missing: ভয়ংকর! স্নানে গিয়ে খোলা ঢাকনার ফাঁক গলে নর্দমায় ৬ বছরের খুদে, তারপর...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/26/391020-child.jpg)
রণজয় সিংহ: এখনও নিখোঁজ মালদার মানিকচকের ৬ বছরের শিশু। রবিবার দুপুরে স্নান করতে গিয়ে নর্দমায় পড়ে যায় শিশুটি। তারপর থেকে ১২ ঘণ্টার বেশি পার হয়ে গেলেও খোঁজ মেলেনি ওই শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে। মানিকচকের শ্যামপুরে নর্দমায় পড়ে যায় ৬ বছরের সিদ্দিকা খাতুন। তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি বছর ছয়েকের ওই শিশুর।
জানা গিয়েছে, রবিবার বৃষ্টিতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল ছোট্ট সিদ্দিকা। স্নান করার সময়ই নর্দমায় পড়ে যায় সে। সঙ্গে সঙ্গেই তলিয়ে যায় নর্দমার মধ্যে। স্থানীয়দের তথা পরিবারের অভিযোগ নর্দমার কোনও ঢাকনা ছিল না। নর্দমায় ঢাকনা না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিস। জোর কদমে শুরু হয় তল্লাশি অভিযান। রবিবার সারাদিন তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা দল। কিন্তু গতকাল সারাদিন বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি চালানোর পরেও শিশুটির কোনও খোঁজ মেলেনি। সোমবার আবার সকাল ৯টা থেকে তল্লাশি শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
আরও পড়ুন, SSC Scam:টেটে পাস করানো হয়নি! মামলা করেও মেলেনি ফল, রেললাইনে মিলল ক্ষতবিক্ষত দেহ
মানিকচকের শ্যামপুর চৌকি এলাকার মসজিদের পাশেই সিদ্দিকার বাড়ি। সিদ্দিকারা তিন ভাইবোন। সিদ্দিকা-ই সব চেয়ে ছোট। বাবা গিয়াসউদ্দিন মমিন বাড়ির সামনেই ছোট একটি মুদিখানা দোকান চালান। পরিবার সূত্রে খবর, গত সপ্তাহেই মসজিদের সামনের নর্দমার একটি ঢাকনা খোলা হয় সংস্কার কাজের জন্য। সেই ফাঁক দিয়েই গলে গিয়েছে সিদ্দিকা। স্থানীয়দের দাবি, নর্দমার জল গিয়ে পড়ে পাশের বড় জলাশয়ে। যা কচুরিপানায় ভরা। সম্ভবত নর্দমার জলের তোড়ে জলাশয়ে গিয়ে পড়েছে সিদ্দিকা।