দুর্নীতির অভিযোগে অপসারিত তৃণমূল পঞ্চায়েত প্রধান, পাল্টা 'মোটা টাকা' চাওয়ার দাবি

অপসারিত তৃণমূল প্রধান রাজি বেগমের অভিযোগ, দলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁকে অপসারণ করা হয়েছে।

Updated By: Apr 5, 2022, 09:21 PM IST
দুর্নীতির অভিযোগে অপসারিত তৃণমূল পঞ্চায়েত প্রধান, পাল্টা 'মোটা টাকা' চাওয়ার দাবি
রাজি বেগম

নিজস্ব প্রতিবেদন: দুর্নীতির অভিযোগে অপসারণ করা হল তৃণমূল পঞ্চায়েত প্রধানকে। মঙ্গলবার ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজি বেগমকে অপসারণ করা হল। 

তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছিল পঞ্চায়েতের বাকি ১০ সদস্য। মঙ্গলবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে তলবি সভার আয়োজন করা হয় পঞ্চায়েতে। সেই সভায় ১০ জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিপক্ষে থাকায় প্রধান রাজি বেগমকে অপসারণ করা হয়। আগামী কিছু দিনের মধ্যেই নতুন প্রধান বেছে নেওয়া হবে বলে জানা গেছে।  

অন্যদিকে অপসারিত তৃণমূল প্রধান রাজি বেগমের অভিযোগ, দলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁকে অপসারণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। পাল্টা তাঁর কাছ মোটা টাকা চাওয়ার অভিযোগ করেন একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। 

আরও পড়ুন, '৭ দিনের মধ্যে হাজির হতে হবে,' শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠাল পুলিস

Anubrata Mandal: গরুপাচারকাণ্ডে CBI দফতরে হাজিরা? কলকাতায় অনুব্রত

বাংলাদেশের সম্পদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ! সরকারি হাসপাতালের ওষুধ নিয়ে বিতর্ক

.