Locket on Partha Chatterjee: পার্থকে জেরা করেছে সিবিআই, মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন লকেট
লকেট বলেন, পরেশ অধিকারীরা বাঁচার জন্য এখন লুকিয়ে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এদের পদ থেকে সরিয়ে দেওয়া
![Locket on Partha Chatterjee: পার্থকে জেরা করেছে সিবিআই, মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন লকেট Locket on Partha Chatterjee: পার্থকে জেরা করেছে সিবিআই, মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন লকেট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/18/375991-12.jpg)
নিজস্ব প্রতিবেদন: এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ নিজাম প্যালেসে পার্থ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। অন্যদিকে, তাঁর মেয়ের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনিয়মের সন্ধান মেলায় রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এনিয়ে এবার সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
বিজেপি নেত্রী আজ হুগলিতে দলের কার্যালয়ে পার্থ চ্যাটার্জি সম্পর্কে বলেন, এইসব রাঘব বোয়ালরা এতদিন বড়বড় কথা বলে বেড়াত। আজ নিজেরাই এতবড় দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে। উডবার্ন ওয়ার্ড ওঁকে ডাকছে। মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পুলিস ডাকছে! তাকে জেলে যেতেও হতে পারে। মানুষ সব দেখছে।
এদিকে, গতকালই প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা। কিন্তু তিনি কলকাতার দিকে রওনা দিলেও সিবিআই দফতরে যাননি। ওয়াকিবহাল মহলের ধারনা তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ হতে পারে। এনিয়ে লকেট বলেন, পরেশ অধিকারীরা বাঁচার জন্য এখন লুকিয়ে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এদের পদ থেকে সরিয়ে দেওয়া। অনের বড় মাথা এসবের মধ্যে রয়েছে। টাকা কালীঘাটেও গিয়েছে।
আরও পড়ুন-Partha Chatterjee: কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়