Video: হাওড়ায় পুলিস পরিচয়ে তোলাবাজি! অভিযুক্তকে গণপিটুনি
টাকা না পেলেই হুমকি!
নিজস্ব প্রতিবেদন: দিনেদুপুরে এলাকায় 'তোলাবাজি'। অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করলেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে বচসা, তারপর শুরু হল গণপিটুনি। ঘটনাস্থল হাওড়া ময়দান।
ঘটনাটি ঠিক কী? হাওড়া ময়দান এলাকার পিকে ব্যানার্জি রোডে নিজেদের পুরনো বাড়িটি প্রোমাটারকে দিয়েছেন ববিতা সাউ নামে এক মহিলা। সেই বাড়ি ভেঙে এখন আবাসন তৈরি হচ্ছে।
আরও পড়ুন: Arambag: বিশেষভাবে সক্ষম মানসিক ভারসাম্যহীন মহিলাকে 'ধর্ষণ' পড়শি যুবকের!
অভিযোগ, কাজ শুরু হওয়ার পর থেকে প্রোমোটার, এমনকী বাড়ির মালিকের কাছেও বারবার টাকা দাবি করতেন রমেশ জয়সোয়াল নামে এক ব্যক্তি। কখনও নিজেকে তথ্য জানার অধিকার আন্দোলনের কর্মী (RIT Activist), তো কখনও আবার পুলিসকর্মী হিসেবে পরিচয় দিতেন তিনি। টাকা না পেলে আবার হুমকি দেওয়া হত!
হাওড়ায় পুলিস পরিচয়ে তোলাবাজি! অভিযুক্তকে গণপিটুনি#Zee24ghanta pic.twitter.com/5f5h55kH20
— zee24ghanta (@Zee24Ghanta) April 22, 2022
এদিন দুপুরে এলাকায় আসেন রমেশ। বাড়ির মালিকের কাছে যখন টাকা দাবি করেন, তখন প্রথমে স্থানীয় মহিলাদের সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্তের। এরপরই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয়। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রমেশ জয়সোয়ালকে।