প্রথমে ধাক্কা, তারপর বাইক আরোহীর মাথা পিষে দিল বেপরোয়া লরি
বাইকে করে বাজার করতে আসছিলেন আজগার আলি লস্কর।
নিজস্ব প্রতিবেদন : বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম আজগার আলি লস্কর। বয়স ৪৫ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায়। ঘাতক লরির চালক পলাতক।
আরও পড়ুন, ঝোপের আড়ালে উঁকি মারতেই মিলল জোড়া দেহ!
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গঙ্গাচেলি থেকে জীবনতলা বাজারে বাজার করতে আসছিলেন আজগার আলি লস্কর। বাইকে করে আসছিলেন তিনি। সেইসময়ই বেপরোয়া গতিতে আগত একটি লরি প্রথমে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার চোটে বাইক থেকে পড়ে যান তিনি। তারপরই লরিটি তাঁকে পিষে দিয়ে চলে যায়।
আরও পড়ুন, সত্কার করতে গিয়ে নিমতলা ঘাটে জলের তোড়ে ভেসে গেলেন ৯ জন, মৃত ১
ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে জীবনতলা থানার পুলিস। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকেই ঘাতক লরিটির চালক পলাতক। ঘাতক চালকের খোঁজে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।